ASANSOL

কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে তৃনমূলের জেলা সভাপতি ও ডেপুটি মেয়র

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রায় ২ মাস ধরে উপাচার্য ডঃ সাধন চক্রবর্তীর অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষা কর্মী ও পড়ুয়াদের একাংশ আন্দোলন করছেন। এর ফলে বিশ্ববিদ্যালয়ে একটা অচলাবস্থা তৈরি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে উপাচার্য এই অবস্থার জন্য আন্দোলনকারীদের দায়ী করলেও, তা নারাজ তারা।
এবার সেই অচলাবস্থা কাটিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সচেষ্ট হলো শাসক দল তৃনমুল কংগ্রেস।


বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিধায়ক নরেন্দ্র নাথ চক্রবর্তী ও আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে সব বিষয় জানার চেষ্টা করেন। তারা আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকও করেন।
পটে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, প্রায় ৬০ দিন ধরে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা চলছে। যা শিক্ষাব্যবস্থার জন্য ঠিক নয়। যারা আন্দোলন করছেন সেই বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার জন্য আমরা এখানে এসেছি। তৃণমূল সমর্থিত অধ্যাপক সংগঠন ওয়েবকুপা সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু কমিট ও টিএমসিপির তরফে আমাদেরকে এখানে ডাকা হয়েছে। আমাকে একটি স্মারক লিপিও দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, এ বিষয়ে আমরা উচ্চ নেতৃত্বের সাথে কথা বলবো। যাতে এই অচলাবস্থা দ্রুত শেষ হয় ও বিশ্ববিদ্যালয় তার পুরোনো মর্যাদা ফিরে পায়।
অভিজিৎ ঘটক বলেন, আমরা সব শুনেছি। আন্দোলনকারীরা আমাদেরকে সব বলেছেন। আমরা এই অচলাবস্থা কাটাতে উপাচার্যের সঙ্গেও কথা বলবো যাতে সমস্যার সমাধান করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *