সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বিকাশ মিশ্রকে চারদিনের হেফাজত নিলো সিবিআই
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়, দেব ভট্টাচার্য ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ সুপ্রিম কোর্টের নির্দেশ মতো শেষ পর্যন্ত কয়লা পাচার মামলায় বিকাশ মিশ্রকে চারদিনের জন্য হেফাজতে নিলো সিবিআই । শুক্রবার আসানসোল সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী সুপ্রিম কোর্টের গত ১০ এপ্রিলের রায় তুলে ধরে এই নির্দেশ দেন। আগামী ১৬ মে চারদিন হেফাজত শেষে বিচারক রাজেশ চক্রবর্তী বিকাশকে আবার আদালতে পেশ করার নির্দেশ দেন। এর আগে বিকাশকে সিবিআইয়ের হেফাজতে নেওয়ার মামলার শুনানি হয়েছিলো গত ৬ মে। সেদিন বিকাশের আইনজীবী সোমনাথ চট্টরাজ সওয়াল করে বলেছিলেন, সুপ্রিম কোর্টে আবার আবেদন করা হয়েছে। তখন বিচারক আগামী ১২ মে এই মামলার পরবর্তী শুনানি হবে বলে নির্দেশ দিয়েছিলেন। এর মাঝে গত ৮ মে বিকাশের পুনর্বিবেচনার আর্জি সুপ্রিম কোর্ট নাকচ করে দেয়। বলা হয়, গত ১০ এপ্রিলের নির্দেশ কার্যকর করতে হবে।




এদিন আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে শুনানি শুরু হতেই প্রথমে বিকাশের আইনজীবী সোমনাথ চট্টরাজ ও পরে বিকাশ নিজে বিচারকের কাছে আরো সময় চাওয়ার জন্য আবেদন করেন। প্রায় আধঘন্টা ধরে ভরা এজলাসে কথোপকথন হয়। কিন্তু বিচারক রাজেশ চক্রবর্তী সেই আবেদন নাকচ করে দিয়ে বলেন, আমার কিছু করার নেই। প্রথমে ১০ এপ্রিল ও পরে ৮ মে সুপ্রিম কোর্টের রায় আছে। তা আমাকে কার্যকর করতে হবে। এরপর বিচারক এই মামলায় সিবিআইয়ের তদন্তকারী অফিসার বা আইও উমেশ কুমারের কাছে জানতে চান, এদিন তারা বিকাশ মিশ্র হেফাজতে নিতে প্রস্তুত আছেন কি না? আইও হ্যা বলেন। এরপর বিচারক বিকাশকে চারদিনের জন্য সিবিআই হেফাজতের নির্দেশ দেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টের যা রায় আছে, তা সিবিআইকে তা মানতে হবে। ২৪ ঘন্টা অন্তর তার মেডিকেল পরীক্ষা করাতে হবে। আগামী ১৬ মে তাকে আবার আদালতে পেশ করার নির্দেশ দেন বিচারক।