জামুড়িয়ায় “লিট্টি চোখা অনুষ্ঠানে ” অভিষেক বন্দোপাধ্যায়, বিজেপির ” ডাবল ইঞ্জিন” সরকারকে ” ট্রাবল ইঞ্জিন” সরকার বলে কটাক্ষ
বেঙ্গল মিরর, জামুড়িয়া ( আসানসোল), রাজা বন্দ্যোপাধ্যায় ও দেব ভট্টাচার্যঃ ( Abhishek Banerjee In Jamuria ) আসানসোলের জামুরিয়া বিধান সভা এলাকার পানীয় জল ও দমকলের মত দুটি বড় সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দিলেন তৃনমুল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বুধবার সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ তিনি জামুড়িয়ার কেন্দা ফুটবল ময়দানে এসে পৌঁছান। সেখানে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে জনসংযোগ যাত্রার বিশেষ অধিবেশনে ” লিট্টি চোখা অনুষ্ঠান ও সাধারণ মানুষজনদের সঙ্গে আলাপচারিতা ” অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। তার সঙ্গে উপস্থিত ছিলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং সহ অন্যান্যরা। অনুষ্ঠানের মঞ্চে তিনি প্রায় দশ মিনিটের মতো ছিলেন।
বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বলেন, আমি অভিযোগ পেয়েছি জামুরিয়ার মতো এত বড় শিল্পতালুকে কোন দমকল কেন্দ্র নেই । এরপরেই তিনি পাশে বসা হরেরাম সিংয়ের কাছে জিজ্ঞেস করেন বিষয়টি নিয়ে চিঠিপত্র করেছেন কিনা? তাকে হরেরাম সিং বলেন হ্যাঁ চিঠিপত্র করা হয়েছে। এই বিষয়ে ইন্সপেকশনও হয়ে গেছে। তখন তিনি বলেন, রাতেই আমি বিষয়টি নিয়ে দমকল মন্ত্রীর সাথে কথা বলবো ।




পাশাপাশি এখানকার যে জল সমস্যা আছে সে বিষয়ে তিনি অবগত আছেন বলে জানান। এই সমস্যারও দ্রুত সমাধান করার আশ্বাস দেন উপস্থিত নাগরিকদের।
তবে তিনি বলেন, দিল্লির ডবল ইঞ্জিন সরকারের কথা বারবার বলা হয়, যে তারা নাকি একযোগে উন্নয়ন করেন। কিন্তু “ডাবল ইঞ্জিন ” সরকার এখন আর নেই। আসলে “ডাবল ইঞ্জিন” এখন “ট্রাবেল ইঞ্জিন” সরকারের পরিণত হয়েছে। প্রত্যেক জায়গাতেই তারা মানুষের সমস্যা আরও বাড়িয়ে তুলছে। গ্যাসের দাম, জ্বালানির দাম ভয়ংকর ভাবে বাড়ছে। আধার কার্ড করতে গেলেও সেখানেও আর্থিক সংকটের মুখে পড়ছেন দেশের মানুষ। আসলে মুখে ওরা ডাবল ইঞ্জিনের কথা বললেও বাস্তবে তারা সত্যিকারের ট্রাবল দিচ্ছে মানুষকে। পাশাপাশি তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সমস্যার প্রতিনিয়ত সমাধান করে চলেছেন।
তিনি সবসময়ই আপনাদের পাশে আছেন এবং থাকবেন। এরপরেই অভিষেক বলেন, আমি আপনাদের আমন্ত্রণে লিট্টি চোখা উৎসবে এসেছি। আমার সবাইকে শুভেচ্ছা রইল। তারপর আলাদা করে মঞ্চের পাশে ভেতরে প্রায় ১৫ মিনিট অভিষেক আসানসোলের সাংসদের পাশে বসেন৷। তিনি নিজেও সবার সাথে লিট্টি চোখা খান। জামুড়িয়া থেকে তিনি সোয়া সাতটা নাগাদ দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়ে যান। সেখানে এদিন তার রাত্রিবাস করে বৃহস্পতিবার সকালে বাঁকুড়া যাওয়ার কথা রয়েছে।
- Asansol : आम की पेटी में 500 – 500 के जाली नोट, सरकारी बस से जब्त
- বেহাল রাস্তা পারাপার করতে গিয়ে বেপরোয়া ডাম্পারের নিচে চাপা পড়ে মৃত্যু
- আসানসোলে ডেকরেটর সমন্বয় সমিতির জেলা সম্মেলনে বাল্যবিবাহ রোধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
- অবৈধ সম্পর্কের জেরে বৌদিকে খুন! দুর্গাপুর আদালতে ১৩ বছর পরে সাজা ঘোষণা
- যুবতী খুনের ঘটনা: দুই ভাইয়ের পরে এবার গ্রেফতার দিদি