DURGAPUR

বিজেপির অভিনব প্রতিবাদ ঝাঁটা নিয়ে গঙ্গাজল দিয়ে দুর্গাপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর যাওয়ার পথ পরিষ্কার করলো

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, দুর্গাপুর :দুদিন ধরে পশ্চিম বর্ধমানের বিভিন্ন প্রান্তে নানান কর্মসূচির পর বুধবার লাউদোহাতে তৃণমূলের প্রচার কর্মসূচি নবজোয়ার যাত্রার এক জনসভায় বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারিকে কয়লা চোর বলে মন্তব্য করে তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি সেই সভায় কটুক্তি করে জানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিচার ব্যাবস্থার বেশ কিছু অংশ আজ বাংলার প্রতি বারে বারে চক্রান্ত করতে চলেছে , আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কথার পর দুর্গাপুরে তার যাওয়া রাস্তা গঙ্গাজল ছিটিয়ে ঝাঁটা দেন বিজেপির অসংখ্য কর্মী সমর্থক।

বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই এর নেতৃত্বে এই কর্মসূচি সম্পন্ন হয়। নেতৃত্বের দাবি, যে চোর সেই এখন চুরির প্রতিবাদ কথা বলছে সেটাই তো লজ্জার, এবার সেই বিষয়কে তুলে ধরে তারা দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটিসেন্টার, দুর্গাপুর কর্পোরেশন মোড় লাগোয়া জাতীয় সড়কের আসানসোল অভিমুখের সার্ভিস রোড হয়ে গোটা এলাকা গঙ্গাজল ছড়িয়ে ঝাঁট দিয়ে পরিষ্কার করে তারা। আর এরপরই বিজেপি নেতৃত্ব বার্তা দেয়, ঝাঁটা আর গঙ্গা জল দিয়ে এই প্রতিবাদ এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে যাবে সেইসব এলাকায় করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *