দুই মন্ত্রী ও জেলা নেতৃত্বর সঙ্গে বৈঠকে অভিষেক বন্দোপাধ্যায়
বেঙ্গল মিরর, দূর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ*সামান্য কিছু রদবদল ও আবহাওয়ার ধাক্কা সামলে বৃহস্পতিবার দুপুরের পরে শেষ হলো দুদিনের পশ্চিম বর্ধমান জেলায় তৃনমুলে নবজোয়ার কর্মসূচি ও জনসংযোগ যাত্রা।
এদিন পশ্চিম বর্ধমান জেলার কর্মসূচির মধ্যে দূর্গাপুরে চিত্রালয় মেলা ময়দানে অধিবেশন স্থলে দলের জেলা নেতৃত্বর সঙ্গে বৈঠক করেন তৃনমুল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়।




এই বৈঠকে জেলার দুই মন্ত্রী মলয় ঘটক ও প্রদীপ মজুমদার ছাড়াও ছিলেন সদ্য জেলা সভাপতির দায়িত্ব পাওয়া বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়, আইএনটিটিইউসির জেলা সভাপতি তথা আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, জেলা সভাধিপতি সুভদ্রা বাউরি, রাজ্য সম্পাদক ভি শিবদাসন তরফে দাসু, আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান বিধায়ক তাপস বন্দোপাধ্যায়, বিধায়ক হরেরাম সিং এবং সব শাখা সংগঠনের জেলা সভাপতি ও সভানেত্রীরা। বৈঠকে দলের জেলা নেতৃত্বর তরফে দূর্গা প্রতিমা দিয়ে সম্মান জানানো হয়।
সামনে পঞ্চায়েত ভোট। বছর ঘুরলে ২০২৪ সালে লোকসভা নির্বাচন। এর মধ্যে বাকি রয়েছে দূর্গাপুর পুরনিগমের ভোট। এইসব নির্বাচনে জেলায় দলকে কিভাবে বিরোধী দলের মোকাবিলা করতে হবে, তার দিক নির্দেশ করে দেন দলের সেকেন্ড ইন কমান্ড। রাজ্য সরকারের সব প্রকল্প জেলার সব মানুষ ঠিক মতো পাচ্ছেন কিনা, তাও দেখতে বলেন অভিষেক বন্দোপাধ্যায়। তার জেলা নেতৃত্বর কাছে স্পষ্ট বার্তা কোন গোষ্ঠী দ্বন্দ্ব বরদাস্ত করা হবে না। সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে বলে অভিষেক বলেন বলে জানা গেছে।
- Asansol : चंद घंटे में दबोचे गए 4 अपराधी, 11लाख बरामद
- रिटायर्ड कमांडेंट के घर लाखों की चोरी
- রূপনারায়নপুরে দুঃসাহসিক চুরি, লক্ষাধিক টাকা ও সোনার গয়না হাতিয়ে চম্পট
- मोहिशीला कॉलोनी में ‘श्री राम इंटरप्राइजेज’ हार्डवेयर दुकान का भव्य उद्घाटन
- মিশন হাসপাতাল, দুর্গাপুরের সহযোগিতা, আসানসোল ক্লাবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির