ASANSOL-BURNPUR

কাউন্সিলর অশোক রুদ্রের উদ্যোগে ও তৃণমূল কর্মীদের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোল জেলা হাসপাতালে ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট চলছে । জেলা ব্লাড ব্যাঙ্কে রক্তের ঘাটতির কারণে শিল্পাঞ্চলের রোগীরা চরম সমস্যায় পড়েছেন। গ্রীষ্মের সময় এই প্রবল রক্ত সংকটের কথা মাথায় রেখেই রবিবার আসানসোল পৌর নিগমের ৭৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক রুদ্রের উদ্যোগে ও তৃণমূল কংগ্রেস কর্মীদের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সহযোগিতায় হাত বাড়িয়ে দেয় বার্নপুর সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি ভলেন্টারি ব্লাড ডোনার্স( বি.এস.ডব্লিউ.সি.ভি.ডি)।



উদ্বোধকরূপে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। পাশপাশি উপস্থিত ছিলেন মেয়র ইন কাউন্সিল গুরুদাস চ্যাটার্জি, কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান অনির্বাণ দাস, বরো চেয়ারম্যান শিবানন্দ বাউরি, আসানসোল জেলা হাসপাতাল ব্লাড ব্যাংকের ইনচার্জ ডঃ সঞ্জিত চ্যাটার্জী, রক্তদান আন্দোলনের পুরোধা প্রবীর ধর, কাউন্সিলর ববিতা দাস, রানীগঞ্জ এর প্রাক্তন বিধায়ক সোহরাব আলী, কাউন্সিলর গুরমিত সিং, কাউন্সিলর এমডি হাসরাতুল্লাহ , তৃণমূল নেতা প্রবোধ রায়( ক্যাপ্টেন), পূর্ণেন্দু চৌধুরী( টিপু), সৌম্যদীপ ঘোষ প্রমুখ। এদিন মোট ৫৫ জন রক্তদাতা এই শিবিরে রক্তদান করেন।
তীব্র গরমকে উপেক্ষা করেও রক্তদাতাদের মধ্যে রক্ত দানের প্রতি উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শিবির পরিচালনা করেন জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের প্রতিনিধি দল।

Leave a Reply