আসানসোলে পুকুর থেকে নিখোঁজ নাবালকের দেহ উদ্ধার, চাঞ্চল্য
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়ঃ দুদিন ধরে নিখোঁজ থাকা এক নাবালকের মৃতদেহ উদ্ধার হলো পুকুর থেকে। শুক্রবার দুপুরের আসানসোল দক্ষিণ থানার আড়াডাঙ্গার একটি পুকুরের জল থেকে ঐ নাবালকের দেহ ভাসতে দেখেছিলেন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ এলাকায় আসে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে। সেই সময় নাবালকের কোন পরিচয় পাওয়া যায়নি। শনিবার সকালে মৃত নাবালকের নাম পরিচয় পাওয়া যায়। পুলিশ সূত্রে জানা যায়, মৃত নাবালকের নাম মোহিত প্রসাদ (১৩)। বাড়ি আসানসোল দক্ষিণ থানার মূর্গাশোলের দিলদারনগরে। শনিবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে নাবালকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।




আসানসোলের মূর্গাশোলের দিলদারনগরের বাসিন্দা গণেশ প্রসাদ পুলিশকে জানান, ছেলে মোহিত প্রসাদ গত দুদিন ধরে নিখোঁজ ছিলো। বৃহস্পতিবার থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিলো না। তবে তার নিখোঁজ হওয়ার কথা আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ আকারে জানানো হয়নি। শুক্রবার রাতে তিনি তার ছেলের দেহ বাড়ি থেকে বেশ কিছুটা দূরে পুকুর থেকে উদ্ধার হওয়ার কথা জানতে পারেন।
এই প্রসঙ্গে পুলিশ জানায়, শুক্রবার দুপুরের পরে আড়াডাঙ্গার একটি পুকুর থেকে এক নাবালকের দেহ উদ্ধার করা হয়েছিলো। তখন তার কোন পরিচয় পাওয়া যায় নি। এদিন তার পরিচয় পাওয়া যায়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, কোন ভাবে ঐ নাবালক পুকুরের জলে পড়ে যায় ও ডুবে তার মৃত্যু হয়। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। পুলিশ আরো জানায়, ঐ নাবালক যে গত দুদিন ধরে নিখোঁজ ছিলো, তা পরিবারের তরফে জানানো হয়নি। তবে পুলিশ জানায়, পরিবারের তরফে কোন অভিযোগ দায়ের করা হলে তা তদন্ত করে দেখা হবে।
- পানীয় জলের দাবীতে রাস্তা অবরোধ ও ফাঁড়ি ঘেরাও বিক্ষোভে তৃণমূল কাউন্সিলরের স্ত্রী
- আসানসোল পুরনিগমের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন অদিতি চৌধুরী
- IAS Aditi Chaudhary ने Asansol निगम आयुक्त का लिया प्रभार
- দুর্গাপুর স্টেশনে নন- ইন্টারলকিংয়ের কাজ, সেপ্টেম্বরে ১৪ দিন একাধিক ট্রেন বাতিল, রাজধানী, শতাব্দী ও বন্দে ভারত চলবে দেরিতে
- Asansol : महिला किरायेदार गिरफ्तार