রানীগঞ্জে সিপিএম ও ডিওয়াইএফআইয়ের বিক্ষোভ মিছিল
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ আজ যতই বল বাঁচাও সাধুবাবা, আর সাধু বাবা বাঁচাতে আসবে না, আর মোদীর কাছে দৌড়েও কোন লাভ হবে না। আজ খেটে খাওয়া মানুষেরা লুটে খাওয়া দের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে। তাই পশ্চিমবঙ্গে ১ কোটি সেই সংগ্রহ করা হবে তারই লক্ষ্যে চলছে দিকে দিকে অভিযান আজ ভোট করাতে চাইছে না। তৃণমূল বুধবার এমনই সব দাবি করে প্রতিবাদে সোচ্চার হলো সিপিআইএম রানীগঞ্জ এরিয়া কমিটি।
সংগঠনের নেত্রী স্থানীয়দের দাবি রাজ্যজুড়ে তৃণমূল দুর্নীতি করছে, তাই তার বিরুদ্ধে প্রতিবাদী মেজাজ নিয়ে বুধবার মিছিল করলো সিপিআই(এম) রানিগঞ্জ এরিয়া কমিটি।




বুধবার এ বিষয়ের প্রেক্ষিতেই রানীগঞ্জের ডলফিন ময়দান থেকে সিপিএম ও ডিওয়াইএফআইয়ের ঝান্ডা নিয়ে অসংখ্য কর্মী সমর্থক বিক্ষোভ মিছিল করে জানানো প্রতিবাদ। বুধবার সন্ধ্যায় জনস্রোতে ভাসলো রানিগঞ্জের রাজপথ। এদিন এই মিছিল এনএস বি রোড ধরে সিয়ারসোল অভিমুখে পৌঁছায়। মিছিল থেকে আওয়াজ ওঠে, চোর তৃণমূল দূর হটো। বিক্ষোভকারীদের দাবি গ্রামে শহরে জীবন জীবিকা আজ প্রবল সঙ্কটে ।
একশোদিনের কাজ করে মজুরি পায়নি অনেকে। গৃহহীনদের অনেকে আবাস যোজনার ঘর পাই নি। বাধর্ক্যভাতা, বিধবাভাতার অনুদান দিচ্ছে না বলেই দাবি করে জানান, সর্বত্রই আজ দুর্নীতি চলছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। কলকারখানা বিক্রি করছে বিজেপি। বিজেপি ধর্মের জিগির তুলে মানুষকে ভাগ করছে। দামোদরের বালি লুট হচ্ছে। চাকরি চুরি হয়ে যাচ্ছে। মানুষ বুঝে গেছে তৃণমূল-বিজেপির যোগসাজশ আছে, বলে দুর্নীতির তদন্তে গাফিলতি হচ্ছে বলেই দাবি করে তারা। দাবি ওঠে, চোরের মাথাকে ধরতে হবে।এদিনের এই মিছিলের নেতৃত্ব দেন সিটু নেতা তথা প্রাক্তন বিধায়ক রুনু দত্ত, সুপ্রিয় রায়, অনুপ মিত্র, হেমন্ত প্রভাকর, কৃষ্ণা দাশগুপ্ত, দিব্যেন্দু মুখার্জী সঞ্জয় প্রামাণিক প্রমুখ।
- ACCI कैंप में रिकॉर्ड 26 लाख कलेक्शन, 1 दिन बढ़ाया गया
- কিশোরী খুনের ঘটনা, নমুনা সংগ্রহ পুলিশ কমিশনারেটের ফরেনসিক দলের
- Raniganj 205 एकड़ जमीन पर इंडस्ट्रियल पार्क की मंजूरी से विकास को मिलेगा बढ़ावा, सीएम को धन्यवाद: झा
- ধৃত মুল অভিযুক্তকে নিয়ে ঘটনার ” পুনর্নির্মাণ ” করলো পুলিশ
- Asansol: SBFCI नवरत्न अवार्ड समारोह 23 अगस्त को, भव्य कर्टेन रेजर