ASANSOL

বিজেপির টার্গেট লোকসভা নির্বাচন, দুই সাংসদের উপস্থিতিতে জেলা কার্যকারিনী বৈঠক

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ টার্গেট ২০২৪ এ আসানসোল লোকসভা কেন্দ্রে জয়। এই লক্ষ্যকে সামনে রেখে এগোচ্ছে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা। এই জয় কি করে আসবে, তার রুপরেখা তৈরি করতে বুধবার আসানসোলে ২ নং জাতীয় সড়ক লাগোয়া জেলা অফিসে জেলা কার্যকারিনী বৈঠক হয়। বৈঠকে ছিলেন দুই সাংসদ সৌমিত্র খাঁ ও সুরিন্দর সিং আলুওয়ালিয়া। এছাড়াও ছিলেন জেলা সভাপতি দিলীপ দে, দুই বিধায়ক অগ্নিমিত্রা পাল ও লক্ষণ ঘোড়ুই, আসানসোল জেলা ইনচার্জ বিজয় ওঝা, দুই বিভাগ কনভেনার কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ও বিদ্যাসাগর চক্রবর্তী সহ জেলা নেতৃত্বরা।


বৈঠক শেষে সাংসদ সৌমিত্র খাঁ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমাদের লক্ষ্য ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রে লক্ষাধিক ভোটে জয় পাওয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্র সরকার আসানসোল তথা বাংলার জন্য অনেক কেন্দ্রীয় প্রকল্পে কাজ করছে। মানুষের কাছে গিয়ে আমরা আরো এইসব কাজের কথা তুলে ধরবো।
জেলা সভাপতি দিলীপ দে বলেন, এটা নিয়ম মাফিক জেলা কার্যকারিনী বৈঠক। রাজ্যের কার্যকারিনী বৈঠকের পরে নির্দিষ্ট দিনে তা করতে হয়। সবদিক নিয়ে আলোচনা করা হয়েছে এদিনের বৈঠকে । বিশেষ করে কেন্দ্র সরকারের ৯ বছর পূর্তিতে যে কর্মসূচি নেওয়া হয়েছে, তা কি ভাবে করা হবে, তার একটা রুপরেখা তৈরি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *