BARABANI-SALANPUR-CHITTARANJAN

সালানপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক আইসক্রিম বিক্রেতার

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-বৃহস্পতিবার ঝড় বৃষ্টির রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক আইসক্রিম বিক্রেতার।সালানপুর থানার আসানসোল- চিত্তরঞ্জন রোডের উপর হিন্দুস্তান কেবলস গেস্ট হাউসের কাছে ঘটে।
সূত্র অনুসারে জানাজায় বৃহস্পতিবার ঠিক রাত্রি আটটার সময় ঝড় জলের রাত্রে এক আইসক্রিম বিক্রেতা তার আইসক্রিমের বাক্স নিয়ে
চিত্তরঞ্জনের দিক থেকে রূপনারায়ণপুরের দিকে যাচ্ছিলেন
আইসক্রিম বাস্কটি জমা দেওয়ার জন্যে ।কিন্তু জমা দিতে যাওয়ার আগেই আসানসোল চিত্তরঞ্জন রোডের উপর শ্রমিক মঞ্চ এর সামনে অন্ধকার থাকায় কোন বড় গাড়ী ওই ব্যক্তিকে ধাক্কা মেরে চলে যায় যার ফলে ঘটনাস্থলে ওই ব্যক্তি লুটিয়ে পরে।

সে সময় এক টোটো চালক রাস্তা দিয়ে যাবার সময় ওই ব্যক্তিকে রাস্তায় পড়ে থাকতে দেখেন তখনো ওই ব্যক্তির শ্বাস-প্রশ্বাস চলছিলো, যদিও কথা বলার মতো অবস্থায় তিনি ছিলেন না তিনি।তবে সেই সময় টোটো চালক তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে সালানপুর ব্লকের স্থানীয় পিঠাকেয়ারি হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তাকে হাসপাতালে রেখেই পালিয়ে যান ।তবে হাসপাতাল সূত্রে জানা যায় ওই ব্যক্তির নাম প্রদীপ কুমার প্রসাদ (৫৯) হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়।


ঘটনার খবর দেওয়া হয় মৃত ব্যক্তির পরিজনদের ।
পরিজন বলতে তার দুই মেয়ে রয়েছে একজন বড় মেয়েও থাকে বাইরে আর একজন মেয়ে হিন্দুস্তান কেবলস কোয়াটারে থাকে যার কাছে ওই ব্যক্তি থাকতেন ।ছুটে আসেন ছোট মেয়ে ও জামাই ।আপাতত
রূপনারায়ণপুর পুলিশ আগামীকাল দেহের ময়না তদন্তের ব্যবস্থা করছে বলে জানা গেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে প্রদীপ বাবুর মাথায় বুকে এবং পায়ে গভীর চোট লাগে। রক্তপাতও হয়। প্রাথমিকভাবে বড় কোন গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে গেছে বলেই মনে করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *