রতন পরেশ শহীদ দিবস পালন করা হল সিয়াকুল বেড়িয়া গ্রামে
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- প্রতি বছরের মতো এ বছরও সালানপুর ব্লকের কল্যা পঞ্চায়েতে এর সিয়াকুল বেড়িয়া গ্রামে শহীদ রতন মিশ্র ও পরেশ মণ্ডলের স্মৃতি উদ্দেশে শহীদ দিবস পালন করা হল এদিন সবার প্রথম নেতাজি কলোনীতে রতন ও পরেশ শহীদ বেদীতে পুষ্পার্ঘ নিবেদন করেন বারাবানী বিধায়ক তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায়,ও পঞ্চায়েত কমিটির সভাপতি ফাল্গুনী ঘাসি সহ বহু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক।এরপর সকলে সিয়াকুলবেরিয়া স্থিত শহীদ রতন পরেশের মূর্তিতে মাল্যদান করেন। একইসাথে এদিন শহীদ
পরেশ মণ্ডল ও শহীদ রতন মিশ্রের পরিজনেরা প্রতিমায় মালা পড়ান ।




এই উপলক্ষ্যে বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় জানান আজ থেকে ৩০ বছর আগে কংগ্রেসের দুই নেতাকে হত্যার ঘটনায় গোটা বাংলায় আতঙ্কের সৃষ্টি করেছিল। সেই সময় কংগ্রেসের সমস্ত লোক প্রচণ্ড শোকে ভুগেছিল। এ সময় সিপিআই(এম)-এর লোকজন এই দুই নেতাকে হত্যা করে। বারাবানী বিধায়ক জানান, প্রতি বছর এই দিনটি পালিত হয়,.সেই জন্য আজকের এই দিনটিতে শহীদ দিবস পালন করা হল।
এই উপলক্ষে ,সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ও জেলা কর্মদক্ষ মহম্মদ আরমান, সালানপুর ব্লক তৃণমূল সম্পাদক ভোলা সিং, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, সহ তৃণমূল ও কংগ্রেসের বহু কর্মী সমর্থক ছিলেন।