বারাবনি ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন বারাবনি ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েত ।জানা গিয়েছে, বৃহস্পতিবার ষষ্ঠম দিনের নির্বাচনে মনোনয়নপত্রের কাজ শেষ হয়েছে।মনোনয়ন জমা দেওয়ার শেষে বারাবনি ব্লকের আট টি পঞ্চায়েতে মধ্যে দুটি পঞ্চায়েত একটি পানুড়িয়া ও অন্যটি পাঁচগেছিয়া পঞ্চায়েত বিনা প্রতিদন্দিতায় জয়ী হয় শাষক দল । একই সাথে পঞ্চায়েত সমিতির মধ্যে মোট ২৩ টি আসনে বিনা প্রতি দন্দিতায় জয়ী হয় নয়টি আসন ।
এদিন জয়ের শেষে বারাবনি ব্লক থেকে বেরিয়ে আবির খেলায় মেতে ওঠেন তৃণমূলের কর্মী সমর্থকেরা ।




এদিন বারাবনি ব্লক তৃণমূলের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির প্রার্থী অসিত সিংহ জানান , সবার ভালোবাসা ও আশির্বাদ পেয়ে এই জয়।বাকি পঞ্চায়েত গুলিতেও লড়াইয়ে আমাদেরই জয় নিশ্চিত । আগামীদিনে আরও উন্নয়ন হবে বলে তিনি জানান। একই সাথে পানুড়িয়া পঞ্চায়েত এর বিজয়ী প্রার্থী বিশ্বজিৎ সিংহ জানান এই জয় সাধারণ মানুষের জয় ।কারন সাধারণ মানুষ জানেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে হারে উন্নয়ন করেছে তাতে আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সরকার প্রয়োজন ।আর তাই সকল পঞ্চায়েত গুলিতেও রাস্তা ঘাট ,আলো ,পানীয় জল সহ যা যা প্রয়োজন সকল সুবিধা প্রদান করে চলেছে ।
একই সাথে পাঁচগেছিয়া পঞ্চায়েত এর সকল প্রার্থীরাও আবির খেলায় মেতে ওঠেন এবং মিষ্টি মুখ করেন ।
- আসানসোলে পাপ্পু ও বিবেকের বালিঘাটে পুলিশের হানা
- Breaking : पाइपलाइन पुल गिरा दामोदर में, पानी के लिए मचेगा हाहाकार
- Asansol में अवैध बालू कारोबार पुलिस का बड़ा एक्शन
- “अल्फ्रेड पार्क की अंतिम पुकार – आज़ाद अमर रहें “
- সেল আইএসপিতে আধুনিকীকরণে স্থানীয়দের কর্মসংস্থানের দাবি, শ্রম কমিশনারকে স্মারকলিপি আদিবাসী সংগঠনের