ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

রুপনারায়নপুরে সিপিএম প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে, অস্বীকার

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়/ সৌরদীপ্ত সেনগুপ্ত : ( Rupnarayanpur News ) পঞ্চায়েত ভোটের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন বৃহস্পতিবার শেষ হয়েছে। তারপরেও অশান্তি থামছে না জেলায় জেলায়। বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটছে। সেইসব ঘটনার অভিযোগের তীর শাসক দল তৃনমুল কংগ্রেসের দিকে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালানপুর ব্লকেও ধরা পড়লো একই ছবি । সালানপুর ব্লকের রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের বামফ্রন্ট সমর্থিত সিপিএমের প্রার্থী অশোক বন্দোপাধ্যায়ের বাড়িতে মনোনয়ন পত্র জমা দেওয়া সময় শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই হামলার অভিযোগ উঠলো। তিনি অভিযোগ করে বলেন, ১৫ জুন বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ শাসকদল আশ্রিত দুষ্কৃতিরা আমার ঘরে ভাঙচুর চালায়। পরিবার সদস্যদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এর ফলে এক আতঙ্কের পরিবেশ তৈরী হয়। বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি ইট ছোঁড়া হয়। এরপর সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়িতে খবর দিলে রাতেই দুবার পুলিশ ঘটনাস্থলে আসে। অশোক বন্দোপাধ্যায় আরো দাবি করেছেন, শুধু তার ওপরই নয়। বিরোধীদল বিশেষত বামফন্ট্রের মনোনীত প্রার্থী হিসাবে সালানপুর ব্লকে যারা যেখানে দাঁড়িয়েছেন তাদের প্রত‍্যেককেই মনোনয়ন প্রত‍্যাহারের হুমকি দিচ্ছে শাসক দল।


প্রসঙ্গতঃ, অশোক বন্দোপাধ্যায় এবারে রুপনারায়নপুর গ্রাম পঞ্চায়েতে পিঠাইকেয়ারি থেকে সিপিএমের প্রার্থী হয়েছেন।
যদিও শাসক দলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়।সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহঃ আরমান বলেন, অশান্তির পরিবেশ তৈরী করা তাদের লক্ষ‍্য নয়। যদি তাই হতো, তাহলে আমরা মনোনয়নপত্র জমা সময় বিরোধীদের হাতে ফুল ওও জল তুলে দিতাম না। আমরা সবসময় চেয়েছি নির্বাচনকে ঘিরে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক।


বামফ্রন্টের তরফে শুক্রবার ডিওয়াইএফআইয়ের রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ও শিপ্রা মুখোপাধ্যায়ের নেতৃত্বে একটি সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়িতে সালানপুর থানার ইনচার্জ অমিত হাটি এবং রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ মইনুল হকের সঙ্গে দেখা করেন। তারা শাসকদলের অত‍্যাচার ও সন্ত্রাসের পরিবেশ সৃষ্টির বিরুদ্ধে এক স্মারকলিপি দেন । তারা দাবি জানান, তাদের সব প্রার্থীদের নিরাপত্তা দিতে হবে এবং অবিলম্বে যারা হামলা চালিয়েছে তাদের গ্রেপ্তার করতে হবে।
পাশাপাশি সিপিএমের রাজ্য কমিটির সদস্য পার্থ মুখোপাধ্যায়ও অশোক বন্দোপাধ্যায়ের বাড়িতে হামলার কথা জানিয়েছেন আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার এন সুধীর কুমার নীলকান্তমকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *