আদিবাসী মানুষেরা তাদের জল,জমিন ও জঙ্গল রক্ষার লড়াই লড়ছেন, প্রতিবাদ করছেন
বেঙ্গল মিরর, আসানসোল : ঝাড়খন্ড থেকে ছত্তিসগড়, খনিজ সম্পদে সমৃদ্ধ এই বিস্তৃত এলাকায় আজ আদিবাসী মানুষেরা তাদের জল,জমিন ও জঙ্গল রক্ষার লড়াই লড়ছেন, প্রতিবাদ করছেন৷ কর্পোরেট আগ্রাসনের। ভারত সরকার এই প্রতিবাদ- প্রতিরোধকে রুখে দিতে সেনা নামিয়েছেন।এই অঞ্চল গুলোর হাল- হকিকত জানাতে আজ আসানসোলের বার অ্যাসোসিয়েশনে উপস্থিত হয়েছিলেন ছত্তিসগড়ের বিশিষ্ট সাংবাদিক কমল শুক্লা,ঝাড়খন্ডের বিস্থাপন বিরোধী আন্দোলনের কর্মী দামোদর তুড়ি এবং অধিকার আন্দোলনের অগ্রণী সৈনিক বাবু সিংহরায়।













এই প্রতিবাদসভায় বক্তব্য রাখেন এআইসিসিটিইউ এর প্রদীপ ব্যানার্জী,ইফটুর কীর্তন কোটাল,গন অধিকার মঞ্চের ডাঃ সুরেশ বাইন,অধিকার ঠিকা শ্রমিক ইউনিয়নের দুগাই মুর্মু,ইসিএল কোলিয়ারি শ্রমিক ইউনিয়নের স্বপন দাস এবং সেলস রিপ্রেজেনটেটিভ ইউনিয়নের গৌতম মন্ডল। সংগীত পরিবেশন করেন সরোজ দাস ও শান্তনু ব্রহ্মচারী। সভা সঞ্চালনা করেন আসানসোল সিভিল রাইটস অ্যাসোসিয়েশনের সুমন কল্যাণ মৌলিক।
- জামুড়িয়ায় জাতীয় সড়ক অবরোধ, পানীয়জলের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ, উত্তেজনা
- এসআইআর পশ্চিম বর্ধমানে বিলি ৮৬ শতাংশ ইনুমেরেশন ফর্ম, সর্বদলীয় বৈঠকে ডিএম
- Paschim Bardhaman SIR अब तक 86% फॉर्म वितरित
- Raniganj Accident : कार के उड़े परखच्चे, तीनों यात्री सुरक्षित
- চেপ্টে গেল চারচাকা, অল্পের জন্য প্রাণে রক্ষা

