আদিবাসী মানুষেরা তাদের জল,জমিন ও জঙ্গল রক্ষার লড়াই লড়ছেন, প্রতিবাদ করছেন
বেঙ্গল মিরর, আসানসোল : ঝাড়খন্ড থেকে ছত্তিসগড়, খনিজ সম্পদে সমৃদ্ধ এই বিস্তৃত এলাকায় আজ আদিবাসী মানুষেরা তাদের জল,জমিন ও জঙ্গল রক্ষার লড়াই লড়ছেন, প্রতিবাদ করছেন৷ কর্পোরেট আগ্রাসনের। ভারত সরকার এই প্রতিবাদ- প্রতিরোধকে রুখে দিতে সেনা নামিয়েছেন।এই অঞ্চল গুলোর হাল- হকিকত জানাতে আজ আসানসোলের বার অ্যাসোসিয়েশনে উপস্থিত হয়েছিলেন ছত্তিসগড়ের বিশিষ্ট সাংবাদিক কমল শুক্লা,ঝাড়খন্ডের বিস্থাপন বিরোধী আন্দোলনের কর্মী দামোদর তুড়ি এবং অধিকার আন্দোলনের অগ্রণী সৈনিক বাবু সিংহরায়।
এই প্রতিবাদসভায় বক্তব্য রাখেন এআইসিসিটিইউ এর প্রদীপ ব্যানার্জী,ইফটুর কীর্তন কোটাল,গন অধিকার মঞ্চের ডাঃ সুরেশ বাইন,অধিকার ঠিকা শ্রমিক ইউনিয়নের দুগাই মুর্মু,ইসিএল কোলিয়ারি শ্রমিক ইউনিয়নের স্বপন দাস এবং সেলস রিপ্রেজেনটেটিভ ইউনিয়নের গৌতম মন্ডল। সংগীত পরিবেশন করেন সরোজ দাস ও শান্তনু ব্রহ্মচারী। সভা সঞ্চালনা করেন আসানসোল সিভিল রাইটস অ্যাসোসিয়েশনের সুমন কল্যাণ মৌলিক।
- সোনার আংটির সূত্র ধরে চুরির কিনারা
- শাস্তির মুখে আসানসোল দূর্গাপুরের আরো এক পুলিশ অফিসার, কম্পালসারি ওয়েটিংয়ে কাঁকসা থানার ইন্সপেক্টর ইনচার্জ
- কুলটি সেল গ্রোথ ওয়ার্কসে দুই যুবককে পিটিয়ে মারার ঘটনা, গ্রেফতার সিআইএসএফের দুই কনস্টেবল
- पांडवेश्वर में धड़ल्ले से कोयला चोरी जिम्मेदार कौन ?
- অন্ডাল থানার নতুন ওসি রানিগঞ্জে ডাকাত দলের সঙ্গে লড়াই করা এসআই