সালানপুর ব্লকের একধিক রথযাত্রায় উপস্থিত মেয়র তথা বিধায়ক বিধান উপাধ্যায়
বেঙ্গল মিরর, কাজল মিত্র:-রথযাত্রার মহোৎসবের দিনে সালানপুর ব্লকের একাধিক রথ যাত্রায় উপস্থিত থাকতে দেখা গেল বারাবনি বিধায়ক মহাশয় কে।এদিন সর্বপ্রথম কল্যানেশ্বরী লেফ্ট ব্যাংকের দ্বিতীয় তম
রথযাত্রার শুভ অনুষ্ঠানে উপস্থিত হন আসানসোল পৌরনিগমের মেয়র তথা বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়। তিনি কল্যানেশ্বরী লেফ্ট ব্যাংকের রাধা রাসবিহারী মন্দিরের শ্রী শ্রী সচিতানন্দ শান্তিধামে এই দ্বিতীয় বর্ষ শুভঃ রথযাত্রায় উপস্থিত হয়ে পূজা অর্চনা করে,রাস্তায় ঝাড়ু মেরে রথের দড়ি টেনে রথযাত্রার উদ্বোধন করেন।তিনটি রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রা থাকেন । শ্রী শ্রী রাধামদন গোপাল জিউ সওয়ার হন রথে।
লেফ্ট ব্যাংক থেকে শুরু করে রূপনারায়ানপুর পর্যন্ত এই যাত্রা করা হয়।এইদিনের রথযাত্রায় ভক্তদের ভিড় ছিলো দেখার মত।
একই সাথে জোড়বাড়ি ও কল্যানগ্রাম এও রথ যাত্রা অনুষ্ঠানে উপস্থিত থেকে রথের দড়ি টেনে রথ যাত্রার সূচনা করেন সেখান থেকে মা মুক্তাই চন্ডী আনন্দ মেলা সমিতির উদ্যোগে আয়োজিত রথ যাত্রা অনুষ্ঠানেও উপস্থিত হন বিধায়ক তথা মেয়র এখানেও তিনি রথের দড়ি টেনে রথকে অন্যান্য ভক্তদের সাথে এগিয়ে নিয়ে যান।
এই রথযাত্রাই বহু ভক্তের সমাগম দেখাযায় তাছাড়া এখানে মেলায় বসে।এদিনের এই সমগ্র রথ যাত্রার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আরমান, সালানপুর ব্লক তৃণমূলের সহসভাপতি ভোলা সিং ,সালানপুর ব্লকের আইএনটিটিইউসির সভাপতি মনোজ তেওয়ারী, রামচন্দ্র সাউ,তাপস চৌধুরী ,তপন মাহাতা ,জয়দেব গড়ায় সহ অনেকে ।
- Abhishek Banerjee : 125 निकाय प्रमुखों, जिला अध्यक्षों की सूची तृणमूल सुप्रीमो के पास
- Asansol : सीएम ने किया छठ घाट का उद्घाटन, उपस्थित रहे मंत्री डीएम
- আসানসোলে ছট ঘাটের ভার্চুয়াল উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
- কলিয়ারীর কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাল গ্রামের বাসিন্দারা
- Asansol : जिले में 300 घाटों पर दिया जाएगा अर्घ्य, ड्रोन और तीसरी आंख से नजरदारी