PANDESWAR-ANDAL

রোড শো এর মাধ্যমে জোরকদমে প্রচার শুরু পাণ্ডবেশ্বরের জেলা পরিষদ প্রার্থীদের

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী , পাণ্ডবেশ্বর : রথযাত্রার পূর্ণলগ্নে রোড শো এর মাধ্যমে জোরকদমে প্রচার শুরু পাণ্ডবেশ্বরের জেলা পরিষদ প্রার্থীদের। পাণ্ডবেশ্বর হরিপুর বাজার হইতে গাইঘাটা মোর পর্যন্ত রোড শো হল ৫ নম্বর জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অনুভা চক্রবর্তীর সমর্থনে। এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক তোতা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রার্থী অনুভা চক্রবর্তী সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। এই মিছিলে প্রায় কয়েক হাজার মহিলা কর্মী সমর্থকদের পা মেলাতে দেখা যায়।

এই অনুভা চক্রবর্তী গত জেলা পরিষদে বিজয়ী হয়ে কৃষি কর্মধক্ষা হয়েছিলেন। বিগত পাঁচ বছর সফলতার সাথে কাজ করে আবার পাঁচ নম্বর জেলা পরিষদে তথা বহুলা ও ছোরা অঞ্চল এর বিস্তীর্ণ এলাকায় তৃণমূল কংগ্রেসের সমর্থনে প্রার্থী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিজেপি প্রার্থী জ্যোতি কুমারী গোয়ালা । জয়ের ব্যাপারে আশাবাদী তিনি, বলেন বিগত দিনে সাধারণ মানুষের পাশে তৃণমূল কংগ্রেসের সদা সর্বদা রয়েছে। এর জন্য কোন প্রচারের দরকার পড়ে না। এবং পাণ্ডবেশ্বর এর বিভিন্ন উন্নয়ন যজ্ঞে আগামীদিনে ছিলাম আছি থাকবো।

Leave a Reply