আসানসোল পৌরনিগমের উদ্যোগে অনুষ্ঠিত হল বিশ্ব যোগ ও মিউজিক দিবস
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : আসানসোল পৌরনিগমের উদ্যোগে আসানসোল পোলো গ্রাউন্ডের মাল্টি জিমে অনুষ্ঠিত হল বিশ্ব যোগ দিবস ও মিউজিক ডে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরনিগমের মেয়র পারিষদ গুরুদাস চ্যাটার্জি , অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শুভাশীষ চ্যাটার্জি, সুমন মাজি, রাজীব মন্ডল এবং জিম এর দুই প্রশিক্ষক শশীকান্ত পাল ও শম্পা পাল ও সমস্ত ছাত্রছাত্রীরা।




এদিন গুরুদাস চ্যাটার্জি বলেন সারা বিশ্বের সঙ্গে সঙ্গে আসানসোল পৌরনিগমের উদ্যোগেও বিশ্ব যোগ দিবস উদযাপিত হল উৎসাহের সাথে। যোগাভ্যাসের মাধ্যমে মানসিকের সঙ্গে সঙ্গে শারীরিক উন্নতিও হয়। ফলে যোগাভ্যাস বর্তমান সময়ে প্রত্যেককে করার আহ্বান জানান তিনি।
এদিন অত্যন্ত উৎসাহের সঙ্গে যোগ দিবস উৎযাপিত হয়। অনেকেই অংশগ্রহণ করেন ওই অনুষ্ঠানে।

- बंगाल के 3 की मौत, सीएम ने जताया दुख, दुर्गापुर में पले- बढ़े थे बितान
- Asansol Bazar Kolkata पर लगा ताला ?
- Pahalgam Terror Attack : झालदा निवासी IB अधिकारी मनीष रंजन मिश्रा की मौत, परिवार में शोक की लहर
- Asansol : युवती से छेड़छाड़, प्रतिवादी भाई पर जानलेवा हमला!
- উখড়া – পান্ডবেশ্বরে রেল ওভারব্রিজ, সার্ভে শুরু রেলের