ASANSOL

আসানসোল হেড পোষ্ট অফিসের ” পাসপোর্ট সেবা কেন্দ্রে” শীততাপ নিয়ন্ত্রণ মেশিন বসানো নিয়ে টালবাহানার অভিযোগ, দুর্ভোগ

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায়: পশ্চিম বর্ধমান জেলা তথা আসানসোল শহর তথা শিল্পাঞ্চল ও আশপাশের এলাকা মানুষদেরকে ২০১৭ সালের আগে পর্যন্ত পাসপোর্টের আবেদন করতে ও পরে ভেরিফিকেশন করার জন্য কলকাতা যেতে হতো। যা রীতিমতো ছিলো সময় সাপেক্ষ ও দূর্ভোগের। আসানসোল ও পশ্চিম বর্ধমান জেলার মানুষদের এই দূর্ভোগের কথা জানার পরে একটি পদক্ষেপ নেওয়া হয়। পাসপোর্ট পরিষেবা দেওয়ার জন্য ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি আসানসোল হেড বড় পোস্ট অফিসে একটি “পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্র” (পিওপিএসকে) চালু হয়। এক অনুষ্ঠানে এর উদ্বোধন করেন তৎকালীন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। ঘটনাচক্রে বাবুল সুপ্রিয় বর্তমানে রাজ্যের মন্ত্রী।
আসানসোলে পাসপোর্ট সেবা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন পোস্ট মাস্টার জেনারেল অরুন্ধতী ঘোষ ও বর্তমান রিজিওনাল পাসপোর্ট অফিসার (আরপিও) আশীষ মিধ্যা।



প্রচন্ড গ্রীষ্মের দাবদাহে যেখানে শিল্পাঞ্চলের মানুষ হাঁসফাঁস করছেন সেখানে
আসানসোলের এি পাসপোর্ট সেবা কেন্দ্রের ন্যূনতম শীততাপ নিয়ন্ত্রণ তথা এয়ারকন্ডিশনিং মেশিনের কোন ব্যবস্থা নেই। যার ফলে ভীষণ সমস্যায় পড়ছেন পাসপোর্টের ভেরিফিকেশন করতে আসা সাধারণ মানুষ। পাশাপাশি সমস্যায় পড়েছেন পাসপোর্ট সেবা কেন্দ্রের আধিকারিক থেকে কর্মীরা। কাজ করতে রীতিমত হিমশিম খাচ্ছেন তারা। পাসপোর্টের ভেরিফিকেশন করতে আসা নাগরিকদের জন্য ওয়েটিং রুমেও এয়ারকন্ডিশনিং না থাকার জন্য অস্বাভাবিক গরমে দীর্ঘদিন অসুবিধের মধ্যে পড়ছেন সাধারণ মানুষদেরকে।



সূত্র মারফত জানা গেছে, এতো বছরেও মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং মিনিস্ট্রি অফ কমিউনিকেশনের অধীন ডিপার্টমেন্ট অফ পোস্টের টানাপোড়েনের জন্য ওই পাসপোর্ট সেবা কেন্দ্রে এয়ারকন্ডিশনিং মেশিন বসানো যায়নি।
আরে জানা গেছে এই বিষয়ে পাসপোর্টের ভেরিফিকেশন করতে আসা অনেকেই গত মে মাসে আসানসোলে সিনিয়র সুপারিনটেনডেন্ট পোস্টমাস্টারকে একটি দরখাস্ত দেন।
এছাড়া বর্তমান সাংসদ শত্রুঘ্ন সিনহা থেকে শুরু করে আরপিও সবাইকেই পাসপোর্ট আবেদনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে বলে জানা গেছে। কিন্তু কোন পদক্ষেপ নেওয়া হয়নি বা কোনো সদুত্তর মেলেনি।



অন্য একটি সূত্র থেকে এও জানা গেছে, চলতি বছরের গত ২২ মে রিজিওনাল পাসপোর্ট অফিস কলকাতা থেকে আসানসোল হেড পোস্ট অফিসে এয়ারকন্ডিশনিং মেশিন লাগানোর সবুজ সংকেত এসে গিয়েছে। কিন্তু কোন অজ্ঞাত কারণে এয়ারকন্ডিশনিং মেশিন লাগানোর ক্ষেত্রে টালবাহানা রয়ে গেছে । ফল ভুগছেন দূর দূরান্ত থেকে আসা পাসপোর্টের আবেদনকারীরা।
এ বিষয়ে সদ্য দায়িত্বভার গ্রহণ করা আসানসোল হেড পোস্ট অফিসের সিনিয়র সুপারিনটেনডেন্ট (এসএস পি) প্রবাল বাগচীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি সদ্য দায়িত্বভার গ্রহণ করেছি। গোটা বিষয়টি জেনে, যা করার হবে তা আমি অবশ্যই দেখবে।
প্রসঙ্গতঃ, পাসপোর্ট সেবা কেন্দ্রের বিষয়ে কেন্দ্রীয় সরকারের দুই মন্ত্রকের মধ্যে গত ২০১৯ সালের ৩১ জানুয়ারি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা মউয়ের মাধ্যমে ইলেকট্রনিক্স ও অন্যান্য যন্ত্রাংশের সরঞ্জামের তত্ত্বাবধান এবং ইনস্টলেশন বা বসানোর ক্ষেত্রে দায়িত্ব রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *