বিরোধীদের কুৎসা উড়িয়ে সালানপুরে পঞ্চায়েত ভোটে একচ্ছত্র অধিকার করবে তৃণমূল : ভোলা সিং – মহম্মদ আরমান
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- বিরোধীদের কুৎসা উড়িয়ে সালানপুরে পঞ্চায়েত ভোটে একচ্ছত্র অধিকার করবে তৃণমূল সাংবাদিক সম্মেলন করে এমন কথাই জানালেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস নেতারা। বৃহস্পতিবার রূপনারায়ণপুরের শ্রমিক মঞ্চে সালানপুরের তৃণমূল নেতা ভোলা সিং, মহম্মদ আরমানের নেতৃত্বে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বেশ কিছু প্রার্থীরা ।




ভোলা সিং এবং মহাম্মদ আরমান পঞ্চায়েত এর তৃণমূলস্তর থেকে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের যে সমস্ত উন্নয়নমূলক কাজ হয়েছে সেই উন্নয়নমূলক কাজের খতিয়ান দিয়ে দাবি করেন প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের আসনে জয়লাভ করবে তৃণমূলই। অন্য দিকে গত কয়েকদিন ধরে সন্ত্রাসের অভিযোগ তুলেছিল বিরোধীরা। মনোনয়ন করতে না দেওয়া, জোর করে মনোনয়ন প্রত্যাহার করানো থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিজেপি এবং সিপিএম। ভোলা সিং জানান পুরোটাই সাজানো নাটক। হালে পানি না পেয়ে বিরোধীরা এখন ভিত্তিহীন অভিযোগ তুলে পাড়া গরম করার চেষ্টা করছে।
- ACCI कैंप में रिकॉर्ड 26 लाख कलेक्शन, 1 दिन बढ़ाया गया
- কিশোরী খুনের ঘটনা, নমুনা সংগ্রহ পুলিশ কমিশনারেটের ফরেনসিক দলের
- Raniganj 205 एकड़ जमीन पर इंडस्ट्रियल पार्क की मंजूरी से विकास को मिलेगा बढ़ावा, सीएम को धन्यवाद: झा
- ধৃত মুল অভিযুক্তকে নিয়ে ঘটনার ” পুনর্নির্মাণ ” করলো পুলিশ
- Asansol: SBFCI नवरत्न अवार्ड समारोह 23 अगस्त को, भव्य कर्टेन रेजर