গ্রামে বাঁদরের তান্ডব, বন্দপ্তরের কর্মীরা উদ্ধার করে নিয়ে গেল
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- বাঁদরের আতঙ্কে আতঙ্কিত কুলটি বিধান সভার অন্তর্গত বড়িরা গ্রামের মানুষ।খবর গত দুই সপ্তাহ থেকে একটি বাঁদর বড়িরা গ্রামে তান্ডব চালাচ্ছে এবং ওই বাঁদরের হাতে আক্রান্ত হয়েছে গ্রামের প্রায় ৪০থেকে ৪৫জন মানুষ। বৃহস্পতিবার ওই বাঁদরটি বড়িরা গ্রামের বাসিন্দা সীমান্ত বাউরি নামক ব্যক্তির ঘরের মধ্যে ঢুকে পড়ে। তখন ওই পরিবারের মানুষেরা সাহসিকতার সাথে তাদের ঘরের দরজা বন্ধ করে বাঁদরটিকে বন্দি করে রাখে। খবর দেওয়া হয় চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশের সাথে বনদপ্তরকে কিন্তু ঘটনাস্থলে বনদপ্তর ওই বাঁদরটিকে উদ্ধার করতে আসেনি বলে অভিযোগ স্থানীয়দের। এর ফলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।













এলাকা মানুষের অভিযোগ যে বাঁদরটিকে বন্দি করা হলেও এখনো পর্যন্ত বনদপ্তর এসে পৌঁছায়নি ফলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হচ্ছে।রাত্রি প্রায় ১০টা প্রযন্ত বনোদপ্তর না পৌঁছানো তে স্থানীয় ১৭নম্বর ওয়ার্ডের কাউন্সিলার লালনমেহেরা ও গ্রামের মানুষেরা একত্রিত হয়ে চৌরাঙ্গিফাঁড়িতে পৌঁছে এবং বিষয়টি নিয়ে কোথা বলেন পুলিশের সাথে!তবে কাউন্সিলার লালন মেহেরা বলেন পুলিশের ভূমিকা যথেষ্ট ভালো রয়েছে পুলিশের!এবং পুলিশের পক্ষ থেকেও বনোদফতরকে ফোনকরা হয়েছে বলে বলেন !এখানে গাফিলতির অভিযোগ বনোদফতরের বলে বলেন স্থানীয় কউন্সিলার!তবে অবশেষে প্রায় ১২ঘন্টা পর অর্থাৎ শুক্রবার সকালে বন্দপ্তরের কর্মীরা ওই বাঁদর টিকে উদ্ধার করে নিয়ে যায় বলে খবর!উপস্থিত ছিলেন চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ!
- Asansol Rifle Club में ऑल इंडिया रेलवे शूटिंग चैंपियनशिप एक से, दिग्गज शूटर होंगे आकर्षण का केंद्र
- SAIL ने ग्रेच्युटी की सीमा बढ़ाई
- আসানসোল রাইফেল ক্লাবে ১ নভেম্বর শুরু ৫৮ তম অল ইন্ডিয়া রেলওয়ে শুটিং প্রতিযোগিতা
- Durgapur Rape Case : पुलिस ने 6 के खिलाफ दायर की चार्जशीट, दो महीने में ट्रायल पूरा करने की कोशिश : पीपी
- রানীগঞ্জে নজরদারি বাড়াতে বিধায়ক তহবিল থেকে আরো ৭০ টি সিসিটিভি


