তৃনমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতির বাড়িতে চুরি
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- ( Asanso Latest News Today ) আসানসোলের কুলটি থানার শাকতোড়িয়া ফাঁড়ির অন্তর্গত শাকতোড়িয়া ECL এর কোয়াটারের বাসিন্দা প্রাক্তন কুলটি ব্লক তৃনমূল কংগ্রেস প্রাক্তন সভাপতি বিমান আচার্যের বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ।খবর সূত্রে জানা যায় প্রাক্তন কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিমান আচার্য অসুস্থ থাকার ফলে তার চিকিৎসার জন্য দুর্গাপুর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিলো.














বিমানবাবু চিকিৎসা করিয়ে বাড়ি ফিরে আসতেই দেখে তার বাড়ির
ভেতরে সমস্ত লন্ডভন্ড হয়ে পড়ে আছে । যদিও মুখ্য দরজার তালা বন্ধ থাকলেও বাড়ির ভেতরের চারটে দরজার তালা ভাঙা অবস্থায় এছাড়া বাড়ির ভেতর ঢুকতেই আলমারি ভাঙা বাড়ির আসবাব পত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ।বিমান বাবু বলেন নগদ ২০ হাজার টাকা, সোনাপ্রায় ৩ ভরি, এছাড়া কয়েকটি শাড়ি ও জামা কাপড় সাথে দামি ঘড়ি চুরি যায় বলে খবর।ঘটনার খবর দেওয়া হয় শাকতোড়িয়া ফাঁড়ির পুলিশকে ।পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে ।
- DRM Asansol विवाद पर विराम ? विनीता श्रीवास्तव को मिली यह जिम्मेदारी
- पश्चिम बंग प्रादेशिक मारवाड़ी सम्मेलन शिल्पांचल शाखा द्वारा जरूरतमंदों में कंबल वितरण
- আসানসোলে গঙ্গাসাগরে যাওয়া ভক্তদের জন্য খোলা হলো শিবির
- আসানসোলে ” আমাদের পাড়া, আমাদের সমাধান ও পথশ্রী ” প্রকল্পে কাজের উদ্বোধনে মন্ত্রী
- Asansol महावीर संचालन के लिए बनेगी 25 सदस्यीय कमेटी


