তৃনমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতির বাড়িতে চুরি
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- ( Asanso Latest News Today ) আসানসোলের কুলটি থানার শাকতোড়িয়া ফাঁড়ির অন্তর্গত শাকতোড়িয়া ECL এর কোয়াটারের বাসিন্দা প্রাক্তন কুলটি ব্লক তৃনমূল কংগ্রেস প্রাক্তন সভাপতি বিমান আচার্যের বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ।খবর সূত্রে জানা যায় প্রাক্তন কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিমান আচার্য অসুস্থ থাকার ফলে তার চিকিৎসার জন্য দুর্গাপুর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিলো.













বিমানবাবু চিকিৎসা করিয়ে বাড়ি ফিরে আসতেই দেখে তার বাড়ির
ভেতরে সমস্ত লন্ডভন্ড হয়ে পড়ে আছে । যদিও মুখ্য দরজার তালা বন্ধ থাকলেও বাড়ির ভেতরের চারটে দরজার তালা ভাঙা অবস্থায় এছাড়া বাড়ির ভেতর ঢুকতেই আলমারি ভাঙা বাড়ির আসবাব পত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ।বিমান বাবু বলেন নগদ ২০ হাজার টাকা, সোনাপ্রায় ৩ ভরি, এছাড়া কয়েকটি শাড়ি ও জামা কাপড় সাথে দামি ঘড়ি চুরি যায় বলে খবর।ঘটনার খবর দেওয়া হয় শাকতোড়িয়া ফাঁড়ির পুলিশকে ।পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে ।
- দুর্গাপুর গণধর্ষণ কান্ড : ২০ দিনের মধ্যে ৬ জনের বিরুদ্ধে চার্জশিট পুলিশের
- আসানসোলে উল্টালো ওভারলোড টোটো, চাপা পড়ে মৃত্যু, উত্তেজনা
- Paschim Bardhaman SIR 2025 अब तक मैपिंग में मात्र 41 फीसदी मेल, सर्वदलीय बैठक की डीएम ने
- SIR ম্যাপিংয়ে মিল মাত্র ৩৫ শতাংশের, চার বিধানসভার ইআরও বদলি
- সাত তলা থেকে পড়ে মৃত্যু ঠিকা কর্মীর, ক্ষতি পূরণের দাবিতে বিক্ষোভ, উত্তেজনা


