বিশ্ব মাদক বিরোধী দিবস” পালন, হিরাপুর থানার উদ্যোগে সচেতনতার রেলি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর থানার সোমবার ” বিশ্ব মাদক বিরোধী দিবস ” পালন করা হয়। এই উপলক্ষে এদিন সকালে হিরাপুর থানা থেকে একটি সচেতনতায় রেলি বার বার করা হয়। ছিলেন আসানসোল দূর্গাপুর পুলিশের এসিপি ( হিরাপুর) প্রতীক রাই , সার্কেল ইন্সপেক্টর বা সিআই শিবনাথ পাল, হিরাপুর থানার ওসি প্রসেনজিৎ রায়, হিরাপুর ট্রাফিক গার্ডের ওসি সঞ্জীব সরকার সহ অন্যন্যরা।














হিরাপুর থানা থেকে এই রেলি শুরু হয় বারি ময়দান, ত্রিবেণী মোড়, হিরাপুর বাসস্ট্যান্ড হয়ে আবার হিরাপুর থানায় এসে শেষ হয়।
প্রসঙ্গতঃ, মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার আজ বিশ্বের অন্যতম প্রধান সমস্যা। এ সমস্যা থেকে পরিত্রান পাওয়ার লক্ষ্যে প্রতি বছর এদিন বিশ্বব্যাপী পালিত হয় ‘মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস’।
- Howrah – Anand Vihar Amrit Bharat Via Asansol साप्ताहिक को मिली मंजूरी
- Asansol होकर Sealdah – Banaras Amrit Bharat Express टाइम टेबल जारी, उद्घाटन जल्द
- Asansol : 1.74 करोड़ के हाइड्रेन निर्माण कार्य का शिलान्यास
- আসানসোল পুরনিগম এলাকায় হাইড্রেন তৈরির কাজের শিলান্যাস
- কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর মন্তব্যে রাজনৈতিক তরজা, সমালোচনায় সরব তৃনমুল


