বিশ্ব মাদক বিরোধী দিবস” পালন, হিরাপুর থানার উদ্যোগে সচেতনতার রেলি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর থানার সোমবার ” বিশ্ব মাদক বিরোধী দিবস ” পালন করা হয়। এই উপলক্ষে এদিন সকালে হিরাপুর থানা থেকে একটি সচেতনতায় রেলি বার বার করা হয়। ছিলেন আসানসোল দূর্গাপুর পুলিশের এসিপি ( হিরাপুর) প্রতীক রাই , সার্কেল ইন্সপেক্টর বা সিআই শিবনাথ পাল, হিরাপুর থানার ওসি প্রসেনজিৎ রায়, হিরাপুর ট্রাফিক গার্ডের ওসি সঞ্জীব সরকার সহ অন্যন্যরা।
হিরাপুর থানা থেকে এই রেলি শুরু হয় বারি ময়দান, ত্রিবেণী মোড়, হিরাপুর বাসস্ট্যান্ড হয়ে আবার হিরাপুর থানায় এসে শেষ হয়।
প্রসঙ্গতঃ, মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার আজ বিশ্বের অন্যতম প্রধান সমস্যা। এ সমস্যা থেকে পরিত্রান পাওয়ার লক্ষ্যে প্রতি বছর এদিন বিশ্বব্যাপী পালিত হয় ‘মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস’।
- पश्चिम बंगाल को रेलवे के लिए 13955 करोड़
- Madan Mitra का विस्फोटक बयान, आईपैक की वसूली से बदनामी, ममता बनर्जी बेदाग
- SAIL ISP डिप्लोमा इंजीनियर्स वेलफेयर एसोसिएशन की क्विज प्रतियोगिता
- Bjp नेता के पोस्ट पर मचा बवाल, हिंदी भाषा नेताओं पर आपत्तिजनक और अमर्यादित टिप्पणी किसने की ?
- मनोहरबहाल पॉलीपैक पचगछिया बनी चैंपियन