বিশ্ব মাদক বিরোধী দিবস” পালন, হিরাপুর থানার উদ্যোগে সচেতনতার রেলি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর থানার সোমবার ” বিশ্ব মাদক বিরোধী দিবস ” পালন করা হয়। এই উপলক্ষে এদিন সকালে হিরাপুর থানা থেকে একটি সচেতনতায় রেলি বার বার করা হয়। ছিলেন আসানসোল দূর্গাপুর পুলিশের এসিপি ( হিরাপুর) প্রতীক রাই , সার্কেল ইন্সপেক্টর বা সিআই শিবনাথ পাল, হিরাপুর থানার ওসি প্রসেনজিৎ রায়, হিরাপুর ট্রাফিক গার্ডের ওসি সঞ্জীব সরকার সহ অন্যন্যরা।




হিরাপুর থানা থেকে এই রেলি শুরু হয় বারি ময়দান, ত্রিবেণী মোড়, হিরাপুর বাসস্ট্যান্ড হয়ে আবার হিরাপুর থানায় এসে শেষ হয়।
প্রসঙ্গতঃ, মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার আজ বিশ্বের অন্যতম প্রধান সমস্যা। এ সমস্যা থেকে পরিত্রান পাওয়ার লক্ষ্যে প্রতি বছর এদিন বিশ্বব্যাপী পালিত হয় ‘মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস’।
- आसनसोल में गुरुनानक नगर में बास्केटबॉल प्रीमियर लीग का शानदार आगाज
- गोबिंदनगर संगत गुरुद्वारा प्रबंधक कमेटी द्वारा श्री गुरु अंगद देव साहेब जी के प्रकाश पर्व पर भव्य आयोजन
- रेल इंजन और कोयला लदे डंपर की टक्कर
- আসানসোলের ডিআরএম অফিসে রেল কর্মী সংগঠনের ধর্ণা অবস্থান
- আসানসোলে সাড়ম্বরের সঙ্গে পালিত গুড ফ্রাইডে, একাধিক অনুষ্ঠানে যোগ মন্ত্রী মলয় ঘটক