অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বাইক র্যালি, আচরণবিধি ভঙ্গের অভিযোগে ফাঁড়িতে বিক্ষোভ তৃনমুলের, শুরু তরজা
বেঙ্গল মিরর, রানিগঞ্জ ও আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে হওয়া বাইক র্যালির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা সরব হলেন। শনিবার সকালে রানিগঞ্জ থানার নিমচা পুলিশ ফাঁড়িতে গিয়ে তারা বিক্ষোভ দেখালেন। এদিন সকাল ১১টা নাগাদ প্রচুর সংখ্যায় তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা নিমচা পুলিশ ফাঁড়িতে এসে বিক্ষোভ দেখানোর পাশাপাশি স্মারকলিপি তুলে দেন।
তৃণমূল কংগ্রেসের নেতা বিনোদ নুনিয়া ও সঞ্জিত মুখোপাধ্যায় অভিযোগ করে বলেন, শনিবার রাতে অগ্নিমিত্রা পাল রানিগঞ্জের জেমারি পঞ্চায়েত এলাকায় বাইক র্যালি করেন বিনা অনুমতিতে। প্রায় সময় গাড়ির সাইরেন বাজিয়ে এলাকায় ঘুরছেন যেটা নির্বাচনের আর্দশ আচরণবিধির বিরুদ্ধে। তাদের আরো অভিযোগ, অগ্নিমিত্রা পাল বিভিন্ন রকম ষড়যন্ত্র করার চেষ্টা করছেন। এই বিষয় নিয়ে পুলিশ ও নির্বাচন কমিশনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে।
এই প্রসঙ্গে তৃনমুল কংগ্রেসের রাজ্য সম্পাদক ভি শিবদাসন তরফে দাসু এদিন বলেন, বিজেপির মতো দলের কাছে এর থেকে কি আর বেশি আশা করা যায়। সারা বছর মানুষের কাছে থাকেননা। ভোট এলেই ঐ দলের নেতা ও মন্ত্রীদের দেখা যায়। বাংলার মানুষেরা মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃনমুল কংগ্রেসের সঙ্গে আছেন।
যদিও, বিজেপি বিধায়ক শাসক দলের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, কারা কি করছে, তা মানুষেরা দেখতে পাচ্ছেন।