ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ, পিস্তল সহ তিন যুবক গ্রেফতার
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর থানার রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে সাফল্য পেয়েছে। জানা গেছে, রূপনারায়নপুর পুলিশের কাছে খবর আসে, রূপনারায়নপুর এলাকায় তিন যুবক পিস্তল নিয়ে ঘোরাঘুরি করছে। তখনই পুলিশ চেকিং অভিযান চালিয়ে রূপনগর এলাকা থেকে তাল্লাশি চালিয়ে একটি ওয়ান সাটার পিস্তল, ও একটি বাইক সহ তিন যুবককে গ্রেফতারকরতে সক্ষম হয়। আটক তিন যুবক হলো যথাক্রমে বিকাশ হাড়ি (১৮ , জামুড়িয়া থানার তপসি শিব মন্দির এলাকার বাসিন্দা , রাহুল মহালি ২১ পিতা জিয়ারাম মাহালি, জামতারা গাইচাঁদ এর বাসিন্দা অন্য একজন হল রামকিশোর সিং 30 পিতা লছমন সিং ইউপি মকরনপুর এর বাসিন্দা ।













পুলিশ সূত্র অনুসারে জানাজায় তিন যুবক পিস্তল নিয়ে ঘোরাঘুরি করার খবর পুলিশের কাছে আসার পর তৎপর হয়ে উঠেন রূপনারায়নপুর ফাঁড়ির ওসি মইনুল হক । সঙ্গে সঙ্গে সাদা পোশাকে পুলিশ অভিযানে নামানো হয়। চেকিং বসানো হয় বিভিন্ন এলাকায়। এরপর পুলিশ অভিযান চালিয়ে হারিসাডি যাওয়ার রাস্তায় রূপনগর এলাকা থেকে গ্রেফতার করে তিন যুবককে। তাদের কাছে থেকে উদ্ধার হয় একটি পিস্তল। এরপর তাদেরকে রূপনারায়নপুর ফাঁড়িতে নিয়ে আসা হয়। ধৃত তিন যুবক এখানে এসে ডাকাতির পরিকল্পনা করেছিল বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। মঙ্গলবার সকলকে আসানসোল আদালতে তোলা হবে।
- SIR 4 से शुरू होंगे TMC के 6200 हेल्प डेस्क, अभिषेक ने बीएलए को दिया महत्वपूर्ण निर्देश
- দুর্গাপুর গণধর্ষণ কান্ড : মামলা এডিজে কোর্টে, চার্জশিট পেশের পরের দিন আদালতে ধৃত ৬, জামিন নাকচ দুজনের
- TET विवाद में राज्य सरकार ने सुप्रीम कोर्ट में दायर की समीक्षा याचिका : अशोक रुद्र
- लापता युवक का शव तालाब से बरामद, परिवार ने लगाए हत्या के आरोप
- জলাশয় থেকে নিখোঁজ যুবকের পচাগলা দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের

