আসানসোলের ঘটনা দুটি মোটরবাইকের সংঘর্ষ, মৃত ১, আহত ২
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* দুটি মোটরবাইকের সংঘর্ষে মৃত্যু হলো এক মোটরবাইক চালকের। আহত হয়েছে আরো দুজন। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার জিটি রোডের উষাগ্রামে একটি গাড়ির শোরুমের সামনে। রানিগঞ্জ থানার নিমচা কোলিয়ারির বাসিন্দা মৃত মোটরবাইক চালকের নাম সুশান্ত মিশ্র (২৬)। আহত দুজনকে ভর্তি করা হয় আসানসোল জেলা হাসপাতালে। বুধবার সকালে আসানসোল জেলা হাসপাতালে মোটরবাইক চালকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে একটি মোটরবাইক আসানসোলের জিটি রোড দিয়ে কালিপাহাড়ির দিকে যাচ্ছিলো। একটি মোটরবাইক কালিপাহাড়ির দিক থেকে আসানসোলে আসছিলো। সেই সময় জিটি রোডের উষাগ্রামে একটি গাড়ির শোরুমের সামনে দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে দুটি বাইকের তিনজন আহত হয়। খবর পেয়ে পুলিশ এলাকায় আসে। তিনজনকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে সুশান্ত মিশ্রকে মৃত বলে ঘোষণা করেন।



কুলটির ঘটনা / পুকুরের জলে ডুবে মৃত্যু কিশোরের
স্নান করতে নেমে পুকুরের জলে ডুবে মৃত্যু হলো এক কিশোরের। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে আসানসোলের কুলটি থানার চিনাকুড়ি ২ নং এলাকায়। মৃত কিশোরের নাম মুকুল যাদব (১৭)। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে কিশোরের মৃতদেহর ময়নাতদন্ত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কুলটি থানার চিনাকুড়ি ২ নং এলাকার বাসিন্দা মুকুল যাদব এদিন সকালে বাড়ির অদূরে পুকুরে স্নান করতে যায়। আচমকাই সে পুকুরের জলে ডুবে যায়। খবর পেয়ে বাড়ির লোকের আসেন। কিশোরকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানায় এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।
ড্রেন থেকে অঞ্জাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার.
ড্রেন থেকে অঞ্জাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার করা হলো। বুধবার বিকেলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আসানসোল দক্ষিণ থানার আসানসোল শহরের জিটি রোডের মূর্গাশোলের রামবন্ধু তলাও এলাকায়। অঞ্জাত পরিচয় মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। মৃত ব্যক্তির শরীরে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে।
জানা গেছে এদিন দুপুরের দিকে আসানসোলের জিটি রোডের মূর্গাশোলের রামবন্ধু তলাও এলাকার বাসিন্দারা ড্রেনের মধ্যে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। তারা আসানসোল দক্ষিণ থানায় খবর দিলে, পুলিশ আসে। পুলিশ তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতাল নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানায়, প্রাথমিক ভাবে মনে হচ্ছে মঙ্গলবার রাতে কোন এক সময় ঐ ব্যক্তি ড্রেনের মধ্যে পড়ে। এদিন দুপুরের পরে এলাকার বাসিন্দারা তা দেখতে পান। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত করা হলে,জানা যাবে যে ঠিক কি কারণে ঐ ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।
- রানিগঞ্জে বন্ধুদের সঙ্গে স্নানে গিয়ে দামোদরে তলিয়ে গেলো খনি কর্মী, তল্লাশিতে ডিজাস্টার ম্যানেজমেন্টের দল
- आसनसोल: तृणमूल ने शुरू किया ‘वोट रक्षा अभियान’, ‘दीदीर दूत’ ऐप
- বার্নপুরে বিজেপি বিধায়কের নেতৃত্বে হিন্দু শহীদ দিবস পালন ও রাস্তা অবরোধ
- मुर्शिदाबाद हिंसा : आसनसोल में बीजेपी का प्रदर्शन, टीएमसी ने किया पलटवार
- ন্যাশানাল হেরাল্ড মামলা : দুর্গাপুরে কংগ্রেসের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ