বুথ দখল করে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ, বাধা পেয়ে তিনটি ব্যালট বাক্স পুকুরে ফেললো বহিরাগতরা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় / সৌরদীপ্ত সেনগুপ্ত : পঞ্চায়েত ভোটের একবারে শেষ বেলায় শনিবার দুপুরের পরে উত্তেজনা ছড়াল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালানপুর ব্লকের পাতাল প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে। এখানে ৯২ নং বুথে এদিন সকাল থেকে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছিলো। তবে দুপুর দুটো নাগাদ বেশকিছু বহিরাগত স্থানীয় ট্রান্সফরমারের থেকে লাইট অফ করে বুথে ঢুকে পড়ে। তারা হুমকি দিয়ো বুথের দায়িত্বে থাকা ভোটকর্মীদের চুপচাপ বসতে বলে। এরপর তারা ছাপ্পা ভোট দিতে থাকে। সেই খবর পেয়ে স্থানীয় মানুষেরা সেখানে চলে আসেন। তারা তাদের বাধা দিতে গেলে বহিরাগতরা বুথ থেকে তিনটি ব্যালট বাক্স ভোট কেন্দ্রের সামনে পুকুরে ফেলে দেয় বলে জানান ফাস্ট পোলিং অফিসার।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2023/07/IMG-20230708-WA0068-500x269.jpg)
এই গোটা ঘটনার অভিযোগ উঠে শাসক দল তৃনমুল কংগ্রেসের বিরুদ্ধে। এর পরেই এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক উত্তেজনা।বন্ধ হয়ে যায় ঐ বুথের ভোট গ্রহণের কাজ ।ঘটনাকে ঘিরে ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকার মানুষের মধ্যেও। সেই ক্ষোভের আঁচ গিয়ে পড়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। আচমকাই স্থানীয় অঞ্চল সভাপতি কাজল মিশ্র বাড়িতে ভাঙচুর করা হয়। পরে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। শেষ পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এই বুথে বিকেল ৫টা নাগাদ পূনরায় ভোট গ্রহণ চালু হয়। পুলিশ অবশ্য ঐ তিনটি ব্যালট বাক্সকে বিকেল পাঁচটা নাগাদ উদ্ধার করেছে বলে জানা গেছে ।