BARABANI-SALANPUR-CHITTARANJAN

সালানপুর ব্লক তৃণমূল কার্যালয়ে নেতৃত্বকে শুভেচ্ছা তথা সংবর্ধনা

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সালানপুর ব্লকে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার। গ্রাম সদস্য পদের ১১৯টি আসন সহ সমিতির ২৮টি আসন এবং জেলা পরিষদের ২টি আসনে বিপুল ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস।এইবার প্রথম পুরো ব্লক বিরোধী শূন্য হয়ে পড়েছে।আর তারই খুশিতে মাতহারা তৃণমূল কর্মীরা।শুরু হয়েছে শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান।বৃহস্পতিবার সন্ধ্যায় রূপনারায়ানপুর সালানপুর ব্লক তৃণমূল কার্যালয়ে এসে ব্লক নেতৃত্বকে শুভেচ্ছা তথা সংবর্ধনা জানালেন ব্লকের সংখ্যালঘু সেলের কর্মীরা।এদিন তারা ব্লক সভাপতি মহম্মদ আরমান এবং সহ সভাপতি ভোলা সিংকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

এই প্রসঙ্গে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি মান্নু সিদ্ধিকি বলেন এই জয় ঐতিহাসিক।সমস্ত কর্মীরা এক জোট হয়ে পুরো ব্লকে বিরোধী শূন্য করেছে।এই ব্লকে বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়,যুবনেতা মুকুল উপাধ্যায় ও সহ সভাপতি ভোলা সিংয়ের নেতৃত্বে প্রচুর উন্নয়ন মূলক কাজ হয়েছে।তাই মানুষ দুহাত তুলে পঞ্চায়েত ভোটে ভোট দিয়েছেন।আমরা নেতৃত্বের কাছে একটাই দাবি জানাবো সমস্ত সম্প্রদায়ের জন্য আল্লাডি মোড়ে একটি বড় লাইব্রেরি তৈরি করে দেওয়ার জন্য।যাতে যুব সমাজের পড়াশুনার ক্ষেত্রে উপকৃত হয়।এদিন ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং বলেন এই জয় সাধারণ মানুষ ও তৃণমূল কংগ্রেসের সমস্ত শ্রেণীর মানুষের জয়।তৃণমূল কংগ্রেস কখন রঙ ও জাত দেখে রাজনীতি করে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ করে রাজনীতি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *