অন্তরাজ্য এটিএম হ্যাকার চক্রের দুই সদস্য ধরা পড়ল
বেঙ্গল মিরর, কাজল মিত্র :– পুলিশের নাকা চেকিং থেকে রেহাই পেতে নাটক কম করেনি দুই দুষ্কৃতি। যদিও অভিজ্ঞ পুলিশের চোখকে ফাঁকি দিতে পারল না অন্তরাজ্য দুই এটিএম হ্যাকার। তাদের নাম অজিত কুমার (২৮) এবং আসিফ আনসারী (২৯)। বাড়ি ঝাড়খণ্ডের ধানবাদ জেলার ঝরিয়ায়। এই দুই দুষ্কৃতী ধরা পড়ে গেল সালানপুর থানার অন্তর্গত কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশের হাতে। গতকাল রাতে ফাঁড়ির ওসি উজ্জ্বল সাহা তার সহযোগীদের নিয়ে নাকা চেকিংয়ে নামেন। তাতেই বাইকে সওয়ার অজিত ও আসিফ আটকে পড়ে। তারা কল্যানেশ্বরীর দিক থেকে মাইথনের দিকে যাচ্ছিলো। নিয়ম মত তাদের বাইকের ডিকি পরীক্ষা করতে গেলে পুলিশকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করে।
যদিও শেষ পর্যন্ত ডিকি খুলতেই পুলিশের চক্ষু চড়ক গাছ । তারা দেখতে পান ডিকির ভেতরে এবং ব্যাগের মধ্যে বহু সংখ্যক মোবাইল এবং এটিএম কার্ড মজুত করা আছে। কি কারনে এত এটিএম কার্ড এবং মোবাইল তাদের কাছে আছে তার সদুত্তর দিতে না পারায় তাদের আটক করে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আরো তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২১ টি এটিএম কার্ড, আটটি মোবাইল ফোন, নগদ ৫২ হাজার টাকা। কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ তাদের বাইক সহ এই সমস্ত কিছুই বাজেয়াপ্ত করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে এরা আন্তরাজ্য এটিএম হ্যাকিং-এর মস্ত বড় চক্রের সদস্য।
এদের মূল মাথা ঝাড়খণ্ডের একটি জায়গায় লুকিয়ে আছে। ইতিমধ্যেই তার সন্ধান পুলিশ জানতে পেরেছে। এই রাজ্যের বিভিন্ন এটিএম থেকে এরা টাকা তুলে সেই টাকা চক্রের মূল জায়গায় পৌঁছে দিত, তার বিনিময়ে নির্দিষ্ট হারে কমিশন পেত এরা। বেশ কিছুদিন ধরেই তারা এই কাজে লিপ্ত আছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে। আজ, ১৭ জুলাই এদের আসানসোল আদালতে তুলে দশ দিনের পুলিশি হেফাজত চাইছে সালানপুর থানার অন্তর্গত কল্যানেশ্বরী ফাঁড়ি।