BARABANI-SALANPUR-CHITTARANJAN

রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশের উদ্যোগে বন মহোৎসব পালন

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- বনমহোৎসব উপলক্ষে রাজ্যজুড়ে পালিত হচ্ছে
নানা কর্মসূচি পালিত হয়।”সবুজ দেখাও সবুজ বাঁচাও সবুজের মাঝে বিবেক জাগাও”এই শ্লোগানকে সামনে রেখে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বনবিভাগ এক সপ্তাহব্যাপী উদযাপন করছে বনমহোৎসব।১৪ জুলাই থেকে ২০জুলাই পর্যন্ত রাজ্যজুড়ে এই বনমহোৎসব উৎযাপন করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার সালানপুর থানার রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশের উদ্যোগে বন মহোৎসব পালন করা হয়েছে।

এদিন রূপনারায়নপুর ফাঁড়ির উদ্যোগে ফাঁড়ি চত্তরে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে ডিএভি স্কুলের পড়ুয়াদের সঙ্গে নিয়ে বিভিন্ন প্রজাতির চারা গাছ লাগানো হয় রূপনারায়ণপুর ফাঁড়ির দ্বারা পরিচালিত রূপ বীথি বাগানে এবং ফাঁড়ির বিভিন্ন প্রাঙ্গণে গাছ লাগানো হয়।
বিভিন্ন ধরনের চারা গাছ রোপন করা হয় ।
এদিন উপস্থিত ছিলেন সালানপুর থানা ইনচার্জ অমিত হাটি ও রূপনারায়নপুর ফাঁড়ি ইনচার্জ মইনুল হক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *