রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশের উদ্যোগে বন মহোৎসব পালন
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- বনমহোৎসব উপলক্ষে রাজ্যজুড়ে পালিত হচ্ছে
নানা কর্মসূচি পালিত হয়।”সবুজ দেখাও সবুজ বাঁচাও সবুজের মাঝে বিবেক জাগাও”এই শ্লোগানকে সামনে রেখে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বনবিভাগ এক সপ্তাহব্যাপী উদযাপন করছে বনমহোৎসব।১৪ জুলাই থেকে ২০জুলাই পর্যন্ত রাজ্যজুড়ে এই বনমহোৎসব উৎযাপন করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার সালানপুর থানার রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশের উদ্যোগে বন মহোৎসব পালন করা হয়েছে।




এদিন রূপনারায়নপুর ফাঁড়ির উদ্যোগে ফাঁড়ি চত্তরে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে ডিএভি স্কুলের পড়ুয়াদের সঙ্গে নিয়ে বিভিন্ন প্রজাতির চারা গাছ লাগানো হয় রূপনারায়ণপুর ফাঁড়ির দ্বারা পরিচালিত রূপ বীথি বাগানে এবং ফাঁড়ির বিভিন্ন প্রাঙ্গণে গাছ লাগানো হয়।
বিভিন্ন ধরনের চারা গাছ রোপন করা হয় ।
এদিন উপস্থিত ছিলেন সালানপুর থানা ইনচার্জ অমিত হাটি ও রূপনারায়নপুর ফাঁড়ি ইনচার্জ মইনুল হক ।
- काजी नजरूल विश्वविद्यालय में बीटेक प्रथम वर्ष के विद्यार्थियों का इंडक्शन प्रोग्राम
- দুর্গাপুজাকে সামনে রেখে সমন্বয় সভা অনুষ্ঠিত হলো রূপনারায়ানপুরে
- আসানসোলে পুরীর শঙ্করাচার্য , রাজনীতি থেকে কখনো ধর্মকে আলাদা করা যায় না
- লিগ্যাল এইড অ্যান্ড অ্যাভভাইস সোসাইটি অফ ওয়েস্ট বেঙ্গল”র উদ্যোগ: কলকাতা হাইকোর্টে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রতিকৃতি উন্মোচন
- महिला की रहस्यमयी मौत का पर्दाफाश, प्रेमी गिरफ्तार