প্রয়াত হলেন সুধা দেবী
বেঙ্গল মিরর, আসানসোল, সৌর দীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় :প্রয়াত হলেন সুধা দেবী। আসানসোলের মহিলা ব্যবসায়ী ও সমাজকর্মী সুধা দেবী আকস্মিকভাবে প্রয়াত হলেন। তিনি ছেলে ও মেয়েকে রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও ঘনিষ্ঠজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।













গতকাল গভীর রাতে হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি হয় বলে জানা গেছে। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে আনা হয়েছে।
।
- TMC द्वारा छठ के मौके पर साड़ी वितरण, दो मंत्रियों की उपस्थिति
- আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ, পাকড়াও যুবক, অভিযুক্তকে গণধোলাই
- WBP IPS अधिकारियों के तबादले संदीप कर्रा को SP, कूच बिहार, ADPC में लौटे एस एस कुलदीप
- Bengal Mirror Shyama Samman 2025 : सर्वश्रेष्ठ कालीपूजा आयोजकों को पुरस्कार
- Asansol : 350 करोड़ का फर्जीवाड़ा Suvendu ने की ED, जांच गिरफ्तारी की मांग




