প্রয়াত হলেন সুধা দেবী
বেঙ্গল মিরর, আসানসোল, সৌর দীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় :প্রয়াত হলেন সুধা দেবী। আসানসোলের মহিলা ব্যবসায়ী ও সমাজকর্মী সুধা দেবী আকস্মিকভাবে প্রয়াত হলেন। তিনি ছেলে ও মেয়েকে রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও ঘনিষ্ঠজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
গতকাল গভীর রাতে হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি হয় বলে জানা গেছে। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে আনা হয়েছে।
।
- আসানসোলে তৃনমুলের ধিক্কার মিছিল, স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগের দাবি
- নর্থ পয়েন্ট স্কুলের ২৫তম বার্ষিক অনুষ্ঠান
- नॉर्थ प्वाइंट स्कूल आसनसोल के 25 साल पूरे, रंगारंग आयोजन
- Asansol Court : বিশেষ চাহিদা সম্পন্ন যুবতীকে ধর্ষণে দোষী সাব্যস্ত যুবক, চার বছর পরে সাজা ঘোষণা
- वार्ड संख्या 49 के नागरिकों ने मेयर को सम्मानित किया, धन्यवाद दिया