প্রয়াত হলেন সুধা দেবী
বেঙ্গল মিরর, আসানসোল, সৌর দীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় :প্রয়াত হলেন সুধা দেবী। আসানসোলের মহিলা ব্যবসায়ী ও সমাজকর্মী সুধা দেবী আকস্মিকভাবে প্রয়াত হলেন। তিনি ছেলে ও মেয়েকে রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও ঘনিষ্ঠজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।




গতকাল গভীর রাতে হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি হয় বলে জানা গেছে। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে আনা হয়েছে।
।
- नगर निगम के सेवानिवृत कर्मियों की विदाई
- বার্নপুরে দামোদর নদীর রেল ব্রিজের পিলারের বিপজ্জনক অবস্থা, দুর্ঘটনার আশঙ্কায়, মন্ত্রীকে চিঠি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের
- গরু বোঝাই গাড়ি আটকানোর অভিযোগ দায়ের দুর্গাপুরের থানায়, বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূলের জেলা সভাপতি
- পাচার করার সন্দেহে মারধর, গরু ভর্তি পিকআপ ভ্যান আটকালো বিজেপি যুব মোর্চা
- SAILडिप्लोमा अभियंताओं के मुद्दों पर DEFI ने मंत्री एवं सांसदों से की मुलाकात