প্রয়াত হলেন সুধা দেবী
বেঙ্গল মিরর, আসানসোল, সৌর দীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় :প্রয়াত হলেন সুধা দেবী। আসানসোলের মহিলা ব্যবসায়ী ও সমাজকর্মী সুধা দেবী আকস্মিকভাবে প্রয়াত হলেন। তিনি ছেলে ও মেয়েকে রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও ঘনিষ্ঠজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।




গতকাল গভীর রাতে হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি হয় বলে জানা গেছে। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে আনা হয়েছে।
।
- Andal ट्रैफिक गार्ड भवन का उद्घाटन किया सीपी ने
- वक्फ मुद्दे पर दिल्ली में करें आंदोलन, हिंसा में मृतकों के परिवार को मदद : ममता बनर्जी
- ট্রাফিক গার্ড থানার নতুন ভবনের উদ্বোধন করলেন সিপি
- তিলাবনি কোলিয়ারির এমডিও প্রজেক্ট বন্ধ করে বিক্ষোভ জমিহারাদের
- 100 Pipers Controversy : शराब की बोतलों पर कविगुरु की कविता