WBRERA : প্রোমোটারকে তার প্রজেক্টকে রেজিষ্ট্রেশন করাতে হবে, গাইড লাইন মানতে হবে
ওয়েষ্ট বেঙ্গল রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি ” শীর্ষক সেমিনার, উদ্যোক্তা ‘ ক্রেডাই আসানসোল
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ” ক্রেডাই আসানসোল ” র উদ্যোগে শুক্রবার দুপুরে আসানসোল ক্লাবে ” ওয়েষ্ট বেঙ্গল রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি ” বা ” ডাবলুবিআরইআরএ ” শীর্ষক একটি সেমিনার হয়। এক অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে এই সেমিনারের উদ্বোধন করেন রাজ্য আবাসন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি বা প্রধান সচিব রাজেশ কুমার সিনহা। ছিলেন রেগুলেটরি অথরিটির চেয়ারম্যান সন্দীপন মুখোপাধ্যায়, ল’ অফিসার সোমা দে, আবাসন দপ্তরের যুগ্ম সচিব দেবাশীষ ঘোষ, ক্রেডাই আসানসোলের সভাপতি শচীন রায়, সম্পাদক বিনোদ গুপ্তা সহ অন্যান্যরা।
সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে আবাসন দপ্তরের প্রধান সচিব বলেন, ২০১৬ সালে রাজ্যে ওয়েষ্ট বেঙ্গল রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি তৈরি হয়। ২০২১ সালের ২৯ জুলাই থেকে এর আইন কার্যকর হয়েছে। এই অথরিটি ও তার আইনে বলা হয়েছে প্রোমোটার বা যারা রিয়েল এস্টেটের ব্যবসা করেন তাদের কি করতে হবে। তারা কি করতে পারবেন না। এই অথরিটিতে প্রোমোটারকে রেজিষ্ট্রেশন করতে হবেনা। তার প্রজেক্টকে রেজিষ্ট্রেশন করাতে হবে। প্রোমোটারকে সব গাইড লাইন মানতে হবে। যারা ফ্ল্যাট কিনবেন তাদের সুবিধাও রয়েছে। প্রোমোটারকে যেমন তার প্রতিশ্রুতি রাখতে হবে, তেমনিই যিনি ফ্ল্যাট কিনছেন তাকেও শর্ত মানতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে ফ্ল্যাট হস্তান্তর করতে হবে। সেমিনারে উপস্থিত আসানসোলের প্রোমোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ও তাদেরকে এই রেগুলেটরি অথরিটি এবং আইনী বৈধতা সম্পর্কে অবহিত করেন আবাসন দপ্তরের প্রধান সচিব, যুগ্ম সচিব, ডবলুবিআরইআরএর চেয়ারম্যান সহ অন্যান্যরা। এছাড়াও ছিলেন সোমনাথ বিশোয়াল,
হরি নারায়ণ মিশ্র, প্রদীপ ঠাকুর, শঙ্কর চট্টোপাধ্যায় ওরফে ঋজু, উজ্জ্বল রায় ও গৌরী শঙ্কর আগরওয়াল।