পাঁচিলে ধাক্কা যাত্রী বোঝাই মিনিবাসের, অসুস্থ হয়ে চালকের মৃত্যু
বেঙ্গল মিরর, কুলটি, ,কাজল মিত্র ও রাজা বন্দোপাধ্যায়ঃ বাস চালাতে চালাতে অসুস্থ হয়ে মৃত্যু চালকের। মুহুর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই মিনিবাস ধাক্কা মারলো রাস্তার পাশে নর্দমা পার করে দেওয়ালে। রবিবার দুপুর দুটো নাগাদ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির লছিপুর মোড় সংলগ্ন জিটিরোডে এই পথ দুর্ঘটনাটি ঘটেছে। মিনিবাসটির সামনের অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে। যে দেওয়ালে মিনিবাসটি ধাক্কা মারে, সেটিও ভেঙে যায়। রানিগঞ্জ – ডিসেরগড় রুটের এই মিনিবাসটিতে ২৮ জন যাত্রী ছিলো। তবে এই ঘটনায় যাত্রীরা কেউ হতাহত হয়নি।
আসানসোলের রানিগঞ্জ থানার রানিগঞ্জ স্কুল পাড়ার বাসিন্দা মৃত মিনিবাস চালকের নাম রঞ্জিত বাউরি (৫২)।




পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুর দুটো নাগাদ খবর আসানসোল থেকে রানিগঞ্জ – ডিসেরগড় রুটের একটি মিনিবাস কুলটির দিকে যাচ্ছিলো। কুলটির নিয়ামতপুর ফাঁড়ির লছিপুর মোড়ের কাছে জিটি রোডের উপর চলন্ত অবস্থায় স্ট্রিয়ারিং হাতে মিনিবাসের চালক রঞ্জিত বাউরি আচমকাই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এরফলে মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জনৈক রাজেশ কুমার গুপ্তার বাড়ির দেয়ালে সজোরে ধাক্কা মারে। হাইড্রেনে বাসের চাকা আটকে যায়। তবে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় মিনিবাসটি।
খবর পেয়ে এলাকায় আসে নিয়ামতপুর ফাঁড়ি ও ট্রাফিক গার্ডের পুলিশ। বাসের চালককে অচৈতন্য অবস্থায় হয় নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পরে খবর পেয়ে আসানসোল জেলা হাসপাতালে ছুটে আসেন বাস চালকের পরিবারের সদস্যরা।
দুর্ঘটনাগ্রস্ত মিনিবাসটির খালাসি জামুড়িয়ার বাসিন্দা জয়রাম পাসোয়ান বলেন, লছিপুর গেট পার করার পরেই চালক আমাকে বলে শরীরে অস্বস্তি হচ্ছে। তারপর সে মিনিবাসের গতি কমায়। কিন্তু বাস থামানোর আগেই সে অচৈতন্য হয়ে পড়ে। বাসটি এরপর রাস্তার পাশে নর্দমা পার করে একটা বাড়ির দেওয়ালে ধাক্কা মারে। খালাসি জানান, বাসে ২৮ জনের মতো যাত্রী ছিলেন।
যে বাড়ির দেওয়ালে মিনিবাস ধাক্কা মারে সেই বাড়ির মালিক রাজেশ কুমার গুপ্তা বলেন, আমার বাড়ির দেওয়াল তৈরী করা হচ্ছিলো। দুপুর হওয়ায় মিস্ত্রিরা খাবার খেতে যায়। তখন এই ঘটনা। আমি খবর পেয়ে আসি। দেওয়ালের ক্ষতি হয়েছে। পুলিশ প্রশাসন আশ্বাস দিয়েছে আমাকে ক্ষতি পূরণ দেওয়ার ব্যাপারে।
এই ঘটনার জেরে নিয়ামতপুর মোড়ের কাছে বেশ কিছুক্ষুন যান চলাচল ব্যহত হয়। পরে পুলিশ মিনিবাসটিকে নিয়ামতপুর ফাঁড়িতে নিয়ে যায় ও এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনা নিয়ে নিয়ামতপুর ফাঁড়ি ও নিয়ামতপুর ট্রাফিক গার্ডের পুলিশ জানায়, মিনিবাসটি রানিগঞ্জ ডিসেরগড় রুটের ছিলো। বাস চালাতে চালাতে চালক অসুস্থ হয়ে পড়ায় এই ঘটনাটি ঘটেছে। পরে তার হাসপাতালে মৃত্যু হয়। বাসের যাত্রীদের কোন কিছু হয়নি। পুলিশ আরো জানায় প্রাথমিক ভাবে মনে হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হওয়ায় বাস চালক অসুস্থ হয়ে পড়েছিলো। সোমবার সকালে আসানসোল জেলা হাসপাতালে মৃতদেহর ময়নাতদন্ত হবে। তারপর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।