কুলটি, সালানপুর ও চিত্তরঞ্জন থানা পরিদর্শনে পুলিশ কমিশনার
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- গত ১লা আগষ্টের সরকারি নির্দেশনামা অনুসারে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নতুন কমিশনার হিসাবে দায়িত্ব নিয়েছেন আইপিএস সুনীল কুমার চৌধুরী।একই সাথে পূর্বতন কমিশনার সুধীর কুমার নীলকান্তম পদোনন্তি নিয়ে ডবলু পিডির ওএসডিতে গিয়েছেন। তবে জেলার নতুন পুলিশ কমিশনার দায়িত্বভার গ্রহণ করার পরে বৃহস্পতিবার দিন কুলটি থানা, সালানপুর থানা ও চিত্তরঞ্জন থানা পরিদর্শন করেন কমিশনার সুনীল কুমার চৌধুরী।














- ECL सालानपुर क्षेत्र में 110 करोड़ से बनी रेलवे साइडिंग का उद्घाटन
- দুর্গাপুরে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য, সম্পর্কের টানাপোড়েনে মানসিক অবসাদে আত্মহত্যা, দাবি
- আইপ্যাক কান্ড মুখ্যমন্ত্রী নাটক করেছেন, কটাক্ষ অগ্নিমিত্রা পালের
- আসানসোলে ব্যস্ততম রাস্তায় আচমকাই বাইকে আগুন, এলাকায় চাঞ্চল্য
- খনিতে ধসের ঘটনা ২৪ ঘন্টা পরে এলাকা পরিদর্শনে পুলিশ ও সিআইএসএফ


