ASANSOL

ASANSOL – ADRA Local Train চলা নিয়ে অনিশ্চয়তা, লোকাল ট্রেন না চলায় সমস্যায় পড়েছেন হাজার হাজার মানুষ

বেঙ্গল মিরর, আসানসোল সৌরদীপ্ত সেনগুপ্ত: আসানসোল-আদ্রা রেল সেকশনে লোকাল ট্রেন চলা নিয়ে অনিশ্চয়তা, লোকাল না চলায় হাজার হাজার মানুষ অসুবিধের সম্মুখীন হচ্ছেন, রেলের অদ্ভুত খেলা, সারা রাজ্যে ট্র্যাকে চলছে লোকাল ট্রেন, কিন্তু আদ্রা রেলওয়ে বিভাগে নিখোঁজ লোকাল ট্রেন। রাজ্য সরকার লোকাল ট্রেন চালানোর অনুমতি দেওয়ার পরে, রাজ্যের বিভিন্ন অংশে লোকাল ট্রেন চালানো শুরু হয়েছে। কিন্তু দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে লোকাল ট্রেন না চলার কারণে আদ্রা থেকে আসানসোল এবং স্টিল সিটি বার্নপুরে প্রতিদিন আসা হাজার হাজার মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।

Local Trains Resume
file photo

রেল সূত্রে খবর, সাউথ ইস্ট থেকে এখন পর্যন্ত একশো চারটি লোকাল ট্রেন চালানোর তথ্য পাওয়া গেছে যা খড়্গপুর ডিভিশনে চলছে কিন্তু আদ্রা ডিভিশনকে ঈশ্বরের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। যেখানে সকালে সেল আইএসপিতে আদ্রা থেকে বার্নপুর এবং আসানসোল পর্যন্ত কাজের সন্ধানে প্রতিদিন শয়ে শয়ে শ্রমিক এবং দিনমজুর আসে, শয়ে শয়ে ছাত্র-ছাত্রী বিএড কলেজে যায়, এখানে ১৬ নভেম্বর থেকে স্কুল কলেজ খুললেও ট্রেনের দেখা নেই। আর এর ফলে প্রতিদিন ছেলে-মেয়েরা ক্লাস করতে পারছেন না ।

Leave a Reply