কুলটি, সালানপুর ও চিত্তরঞ্জন থানা পরিদর্শনে পুলিশ কমিশনার
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- গত ১লা আগষ্টের সরকারি নির্দেশনামা অনুসারে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নতুন কমিশনার হিসাবে দায়িত্ব নিয়েছেন আইপিএস সুনীল কুমার চৌধুরী।একই সাথে পূর্বতন কমিশনার সুধীর কুমার নীলকান্তম পদোনন্তি নিয়ে ডবলু পিডির ওএসডিতে গিয়েছেন। তবে জেলার নতুন পুলিশ কমিশনার দায়িত্বভার গ্রহণ করার পরে বৃহস্পতিবার দিন কুলটি থানা, সালানপুর থানা ও চিত্তরঞ্জন থানা পরিদর্শন করেন কমিশনার সুনীল কুমার চৌধুরী।



