আসানসোল স্টেশনে আরপিএফের অত্যাচারের অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ আইএনটিটিইউসি হকার ইউনিয়নের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় : আসানসোল আসানসোল স্টেশনে আরপিএফ( RPF) হকারদের উপর অত্যাচার চালাচ্ছে এই অভিযোগ করে বৃহস্পতিবার সকালে রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি ( INTTUC) অনুমোদিত ইস্টার্ন রেলওয়ে হকার্স ইউনিয়ন রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো। এদিন আসানসোল স্টেশনের কাছে রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানিয়ে অবরোধ করেন হকাররা। বড় কোন ধরনের গন্ডগোল যাতে না হয়, তারজন্য আসানসোল স্টেশন চত্বরে বিশাল আরপিএফ(RPF) জওয়ানদের মোতায়েন করা হয়ে ছিলো। কিছুক্ষণ আন্দোলন করার পর হকার চলে যান। শুক্রবার থেকে হকাররাও বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।




ইউনিয়ন নেতা রাজু আলুওয়ালিয়া বলেন, আরপিএফ ক্রমাগত আসানসোল স্টেশনে হকারদের উপর অত্যাচার করছে। হকারদের অত্যাচার বন্ধ না হলে আসানসোল স্টেশনে আসা-যাওয়ার সব পথ বন্ধ করে দেওয়া হবে। তারপর যা কিছু হবে তার জন্য রেল কতৃপক্ষ ও তাদের পুলিশ দায়ী থাকবে। তিনি আরো বলেন, বুধবার আসানসোল স্টেশনে একজন আরপিএফ জওয়ানরা হকারকে ধাক্কা মারে। এতে হকার নিচে পড়ে গুরুতর আহত হন। আহত হকার পিন্টু কুমার স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে খাবারের প্যাকেট বিক্রি করছিলেন। রাজু আলুওয়ালিয়া এবং অন্য হকারেরা আহত হকারকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। হকার ইউনিয়নের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে, আরপিএফের তরফে বলা হয়েছে যে তারা রেল কতৃপক্ষের নির্দেশ মতো স্টেশনে অবৈধ হকারি বন্ধ করার কাজ করছে। এর বেশি কিছু নয়।
- আসানসোলে পথচলা শুরু ” ইভেন্ট ম্যানেজমেন্ট ফেডারেশন” র
- निगम आयुक्त से मिला चैंबर प्रतिनिधिमंडल, व्यवसायियों के साथ नियमित बैठक की मांग
- Asansol : पिता – पुत्र की नदी में डूबने से मौत
- Breaking : Asansol में सड़क हादसा, 2 की मौत
- Railway VIP या इमरजेंसी कोटा के नियम में बड़ा बदलाव, वरना टिकट नहीं होगा कन्फर्म