কুলটি, সালানপুর ও চিত্তরঞ্জন থানা পরিদর্শনে পুলিশ কমিশনার
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- গত ১লা আগষ্টের সরকারি নির্দেশনামা অনুসারে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের নতুন কমিশনার হিসাবে দায়িত্ব নিয়েছেন আইপিএস সুনীল কুমার চৌধুরী।একই সাথে পূর্বতন কমিশনার সুধীর কুমার নীলকান্তম পদোনন্তি নিয়ে ডবলু পিডির ওএসডিতে গিয়েছেন। তবে জেলার নতুন পুলিশ কমিশনার দায়িত্বভার গ্রহণ করার পরে বৃহস্পতিবার দিন কুলটি থানা, সালানপুর থানা ও চিত্তরঞ্জন থানা পরিদর্শন করেন কমিশনার সুনীল কুমার চৌধুরী।




- বার্নপুরে স্কুল পরিদর্শনে বিজেপি বিধায়ক, পড়ুয়াদের সঙ্গে কথা, অব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ
- আসানসোলে ৩৫ জন ডেঙ্গুতে আক্রান্ত, ১০২ নং ওয়ার্ডে মোকাবিলায় পদক্ষেপ স্বাস্থ্য বিভাগের
- सीसीटीवी फुटेज से पकड़ाए 2 बाइक चोर, 5 बाइक बरामद
- Lions Club दुर्गापुर का स्थापना समारोह, अध्यक्ष राकेश भट्टड़ समेत 40 सदस्यों ने ली शपथ
- বালি বোঝাই তিনটি ট্রাক আটক, ৩ লক্ষ টাকা ফাইন আদায় বিএলআরও দপ্তরের