ASANSOL

আসানসোলের সৌন্দর্যায়ন বিশ্ববাংলা গেট ও পার্কের শিলান্যাস মেয়রের

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ( Asansol News ) আসানসোল শহরের সৌন্দর্যয়ানে আসানসোল পুরনিগমের তরফে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে। তারমধ্যে রয়েছে বিশ্ববাংলা বা ক্যানোবি গেট ও পার্ক। শুক্রবার সকালে আলাদা দুটি অনুষ্ঠানে শহরের জিটি রোডে ভগৎ সিং মোড়ে একটি বিশ্ববাংলা গেট ও সেন্ট প্যাট্রিক্স স্কুলের সামনে জিটি রোডের পাশে একটি পার্ক তৈরির কাজের শিলান্যাস করলেন পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। ছিলেন পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, বোরো চেয়ারম্যান ডাঃ দেবাশীষ সরকার, শিবানন্দ বাউরি সহ কাউন্সিলর ও পুর ইঞ্জিনিয়াররা।


পরে মেয়র বলেন, এই পুর বোর্ড যখন ক্ষমতায় আসে তখন আমরা বলেছিলাম আসানসোল শহরকে যানজট মুক্ত ও সুন্দর করে সাজানো হবে। নেওয়া হবে একাধিক পরিকল্পনা ও করা হবে উন্নয়নমুলক কাজ। সেই মতো জিটি রোডের ভগৎ সিং মোড়ে ৪০ লক্ষ টাকা ব্যয়ে একটি বিশ্ববাংলা গেট তৈরি করা হবে। সেন্ট প্যাট্রিক্স স্কুলের সামনে জিটি রোডের পাশে যেখান থেকে বেআইনি দখলদারদের উচ্ছেদ করা হয়েছে, সেখানে ২ কোটি টাকা ব্যয়ে একটি পার্ক তৈরি করা হবে। এদিন দুটি কাজের শিলান্যাস করা হলো। দ্রুত তা শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, একইভাবে জিটি রোড ও ১৯ নং জাতীয় সড়কের সংযোগস্থলে কালিপাহাড়ি মোড় ও ১৯ নং জাতীয় সড়কের জুবিলী মোড়ে আরো দুটি বিশ্ববাংলা গেট তৈরি করা হবে। তার টেন্ডারের প্রক্রিয়া চলছে। এছাড়াও রবীন্দ্র ভবনের সামনে রাজ্য সরকারের তরফে সৌন্দর্যায়ান করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মেয়র বিরোধীদের কটাক্ষ করে বলেন, যারা ভালো দেখতে পারে না, তারাই সমালোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *