পথ দুর্ঘটনাকে নিয়ন্ত্রণ করতে সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা মিছিল
বেঙ্গল মিরর, কাজল মিত্র : পথ দুর্ঘটনাকে নিয়ন্ত্রণ করতে প্রতি নিয়ত পুলিশের তরফে বিভিন্ন ভাবে সেফ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠান করা হচ্ছে। তাই দুর্ঘটনা এড়াতে এবং সাধারণ মানুষকে সচেতন করতে সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির উদ্যোগে এবং কুলটি ট্রাফিক গার্ডের সহযোগিতায় লেফ্ট ব্যাংক থেকে কল্যানেশ্বরী মোড় পর্যন্ত ডিভিসি হাই স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে পায়ে হেঁটে একটি সচেতনতা মিছিল করা হয়।
যেখানে নিজে উপস্থিত ছিলেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত কুমার হাটি,কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল সাহা,এস আই ফাল্গুনী বন্দ্যোপাধ্যায়, এএসআই সৌমেন্দ্রনাথ দে সহ কুলটি ট্রাফিক গার্ডের এএসআই ধনঞ্জয় চৌবে সহ ডিভিসি স্কুলের শিক্ষকরা ও আরো পুলিশ কর্মীরা।তাছাড়া এদিন রাস্তায় চলাচল করা সাধারণ মানুষের লিপলেড দিয়ে সচেতন করা হয়।এবং বলা হয় হেলমেট ব্যাবহার করতে।তবেই পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণে আসবে।