বারাবনি ব্লক এর আটটি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- বারাবনি বিধানসভায় বারাবনি ব্লক এর আটটি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হল বৃহস্পতিবার।
পঞ্চায়েত নির্বাচন এর পর আজ ছিলো শপথ গ্রহণ অনুষ্ঠান।এই দিন বারাবনীর বিধানসভার আটটি পঞ্চায়েত এর মধ্যে রয়েছে পাঁচগাছিয়া , নুনী , বারাবনি,দোমহানি
ইটাপাড়া,জামগ্রাম, পানুড়িয়া,ও পুচড়া গ্রাম পঞ্চায়েত ।সবকটি পঞ্চায়েত এর ছিলো শপথ গ্রহণ অনুষ্ঠান।এর মধ্যে পাঁচগেছিয়া পঞ্চায়েত ও নুনি গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারবানী বিধানসভার বিধায়ক তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায়।
পাঁচগেছিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান হিসেবে নির্বাচিত হলেন মনোরঞ্জন ব্যানার্জি উপপ্রধান আশা দেবী নোনিয়া তাছাড়া
নুনি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধব তিওয়ারি ও উপপ্রধান মামনি রুইদাস, ইটাপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান শুভাশিস মন্ডল উপপ্রধান উত্তম মাঝি,
পুচড়া গ্রাম পঞ্চায়েত প্রধান হলেন পাপিয়া বাদ্যকর উপপ্রধান সামিউল আনসারী, বারাবনী গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিমা গোপ উপপ্রধান জিতেন্দ্র কুমার, দোমহানি গ্রাম পঞ্চায়েত প্রধান সোনালী সাধুখা উপপ্রধান বাবলু হাসদা, জামগ্রাম পঞ্চায়েত প্রধান কেশব রাউথ ,উপপ্রধান রিঙ্কু বাউরী ।
পানুরিয়া গ্রাম পঞ্চায়েত প্রধান কাঞ্চন মন্ডল ও উপপ্রধান বিশ্বজিৎ সিংহ
শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বাজি ফাটিয়ে একে অপরকে সবুজ আবিরের রাঙিয়ে যাওয়ার পর্ব চলতে থাকে তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকদের মধ্যে।