BARABANI-SALANPUR-CHITTARANJAN

নৈহাটি স্টেশন থেকে জাল সিবিআই গ্রেফতার, রূপনারায়নপুরের বাসিন্দা

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- রূপনারায়ণপুর এলাকার বাসিন্দা একজন জাল সিবিআই অফিসার উত্তর 24 পরগনা জেলার নৈহাটিতে একটি ট্রেনে চেক করার সময় টিকিট চেকারের হাতে ধরা পড়ে, অন্য দু’জন ঘটনাস্থল থেকে পলাতক। জানাজায় তিনজন ব্যাক্তি নৈহাটি আপ কৃষ্ণ নগর লোকাল ট্রেন থেকে নেমে সেখানে টিকিট চেকিং করার সময় ওই ব্যাক্তিদের কাছ থেকে একটি টিকিট চায়, তখন এক ব্যাক্তি যার নাম
ব্রজগোপাল পাল সে নিজেকে সিবিআইয়ের পরিচয় দিয়ে নিজের পকেট থেকে পরিচয়পত্র দেখায়। এবং সে নিজেকে সিবিআই অফিসার বলে দাবি করে।তবে সিবিআই বাবুর পরিচয়পত্র দেখে টিটি সন্দেহ করে কারন পরিচয় পত্রে বৈধতা লেখা ছিল “লাইফ টাইম”।


এরপরে টিটি ওই তিন জনকেই আরপিএফ-এর কাছে যেতে বলে। তবে সেই সময় সুযোগ পেয়ে দুজন পালিয়ে যায়।তবে একজনকে নৈহাটি পুলিশ আটক করেছে ওই অভিযুক্তের নাম ব্রজ গোপাল পাল, সালানপুর থানা এলাকার রূপনারায়ণপুরের কল্যাণগ্রাম-২-এর বাসিন্দা বলে জানা গিয়েছে। যদিও তিনি মূলত ঝাড়খণ্ডের বাসিন্দা।
সে মানুষকে বোকা বানিয়ে প্রতারণা করত, আরপিএফ অফিসাররা অভিযুক্তকে গভীরভাবে জিজ্ঞাসাবাদ করছে, আরপিএফ অন্য দুই পলাতক অভিযুক্তর খোঁজ চালাচ্ছে। তদন্তকারী অফিসাররা অভিযুক্তর কাছ থেকে বেশ কিছু জাল নথি
উদ্ধার করেছে ।কেন ওই ব্যক্তির ভুয়ো পরিচয়পত্র ছিল,সে কোনও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

টিটি স্নেহাশীষ চক্রবর্তী বলেন যে যাত্রী যখন একটি বৈধ টিকিট চেয়েছিলেন, তখন তিনি নিজেকে সিবিআই অফিসার দাবি করে একটি পরিচয়পত্র দেখান। সেই পরিচয়পত্র দেখে আমার সন্দেহ হয়, সিবিআই অফিসে ফোন করে জানতে পারি ওই নামে কোনও সিবিআই অফিসার নেই।
আরপিএফ সূত্রে জানা গেছে, ধৃত অভিযুক্ত ব্রজ গোপাল পালের কাছ থেকে একটি জাল সিবিআই পরিচয়পত্র, একটি আধার কার্ড এবং প্যান কার্ড উদ্ধার করা হয়েছে, গ্রেফতার কৃত জাল সিবিআই অফিসার ব্রজ গোপাল পাল বর্তমানে আরপিএফ কর্মকর্তাদের হেফাজতে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *