জেলা বিজেপির কার্যালয় এলাকার ঘটনা, পুকুরের জলে ডুবে মৃত্যু একজনের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ মনসা পূজোর আনন্দের মধ্যে মর্মান্তিক ঘটনা ঘটলো আসানসোলে ১৯ নং জাতীয় সড়ক লাগোয়া আসানসোল উত্তর থানার শীতলায় বিজেপির জেলা কার্যালয় সংলগ্ন এলাকায়। স্নান করতে গিয়ে পুকুরের জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির। রবিবার দুপুরের পরে এই ঘটনাটি ঘটেছে। সন্ধ্যা ছটা নাগাদ ঐ ব্যক্তিকে পরিবারের সদস্যদের সঙ্গে বিজেপির জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের এমারজেন্সি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। আসানসোল উত্তর থানার শীতলা গ্রামের বাসিন্দা মৃত ব্যক্তির নাম রঞ্জিত বাউরি (৫০)। মৃত ব্যক্তি পেশায় ঠ্যালা চালক ছিলেন।



জানা গেছে, শুক্রবার মনসা পূজো ছিলো। সেই পুজোয় মেতে ছিলেন আসানসোল উত্তর থানার ১৯ নং জাতীয় সড়ক লাগোয়া শীতলা গ্রামের বাসিন্দারা। ঐ গ্রামের বাসিন্দা রঞ্জিত বাউরি রবিবার দুপুরে বাড়ির লোকেদের সঙ্গে মনসা পূজোয় ছিলেন। দুপুরের তিনটের পরে বাড়ির অদূরে বিজেপির জেলা কার্যালয় লাগোয়া এলাকায় পুকুরে স্নান করতে যান। ঘন্টা খানেকের বেশি সময় পার হয়ে যাওয়ার পরে সে বাড়ি ফিরে না আসায় বাড়ির লোকেরা তার খোঁজ শুরু করেন। বেশ কিছুক্ষন পরে বাড়ির লোকেরা দেখেন ঐ পুকুরের জলে উপুড় হয়ে পড়ে আছেন রঞ্জিত বাউরি। তাদের চিৎকার শুনে বিজেপির জেলা কার্যালয়ে থাকা জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা ছুটে আসেন। তারা রঞ্জিত বাউরিকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে আনেন।
এই প্রসঙ্গে বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, আমরা কার্যালয়ে ছিলাম। চিৎকার শুনে আমরা ছুটে যাই। তারপর এই ঘটনা জানতে পারি।
- Bengal Mirror Shyama Samman 2025 : सर्वश्रेष्ठ कालीपूजा आयोजकों को पुरस्कार
- Asansol : 350 करोड़ का फर्जीवाड़ा Suvendu ने की ED, जांच गिरफ्तारी की मांग
- Krishna Prasad ने जरूरतमंदों तक छठ पूजा सामग्री पहुंचने का कार्य युद्धस्तर पर शुरू किया
- দুর্গাপুর ধর্ষণ কাণ্ড : পুলিশ হেফাজত শেষে জেল হেফাজত, ২৪ শে টিআই প্যারেড
- Facebook पर आपत्तिजनक पोस्ट का आरोप 4 महीने बाद रानीगंज से भाजयुमो नेता गिरफ्तार