রাজ্য সরকার প্রায় দাবি মেনে নিচ্ছে, দাবি নেতৃত্বর, আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেট ওয়েলফেয়ার কমিটির সাধারণ সভা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ ওয়েলফেয়ার কমিটির আওতাধীন আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেট ওয়েলফেয়ার কমিটির সাধারণ সভা শনিবার অনুষ্ঠিত হলো আসানসোলের রবীন্দ্র ভবনে। সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার শান্তনু সিনহা বিশ্বাস, রাজ্য পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার বিজিতাশ্ব রাউত, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ওয়েলফেয়ার কমিটির কনভেনর বাবলু চট্টোপাধ্যায় ও যুগ্ম কনভেনার বাসুদেব পরমানিক সহ কমিটির নেতৃত্বরা। এছাড়াও ছিলেন আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, দুই ডিসিপি কুলদীপ সোনেয়াল ও এসিপি সহ পুলিশ কমিশনারেটের পদস্থ আধিকারিকরা। আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুন্ডু, হিরাপুর থানার ওসি প্রসেনজিৎ রায়, অন্ডাল থানার ওসি শান্তনু অধিকারী, আসানসোল দক্ষিণ থানার (পিপি) ওসি সঞ্জীব দে সহ আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানার আধিকারিক সহ পুলিশ কর্মীরা।
এদিনের সাধারণ সভায় শান্তনু সিনহা বিশ্বাস ও বিজিতাশ্ব রাউত বলেন, বর্তমান রাজ্য সরকারই বাংলা পুলিশ কর্মী ও তাদের পরিবারের সদস্যদের কথা ভেবে এই ওয়েলফেয়ার কমিটি তৈরী করেছে। এর আগে কোনদিন তা হয়নি। শুধু তাই নয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কর্মীদের প্রায় সব দাবি মেনে নিয়েছেন। বাকি দাবি মেনে নেওয়া হবে বলে সরকারের তরফে আশ্বাস মিলেছে। হোম গার্ড, সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশদের যেসব দাবি আছে তাও আমরা সরকারের কাছ থেকে মিটিয়ে দেওয়ার আশ্বাস পাওয়া গেছে। তাই আমরা বলছি, কারোর প্ররোচনা ও উসকানিতে পা দেবেন না। তারা আরো বলেন, কিছু পুলিশ কর্মী আমাদের শৃঙ্খলা ভাঙ্গার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে সরকার যদি কোন পদক্ষেপ নেয়, তাহলে আমরা তাদের পাশে দাঁড়াবো না।
- পশুবলি নিষিদ্ধে আইন প্রণয়নের প্রয়োজনীয়তা পর্যবেক্ষণ হাইকোর্টের : অবশেষে বোল্লা কালী মন্দিরে বলি নিয়ে কাটল জটিলতা
- বেতন বৃদ্ধির দাবিতে আবারও আসানসোল পুরনিগমে বিক্ষোভ সাফাই কর্মীদের, আশ্বাস মেয়রের
- Mamata Banerjee : अवैध कोयला – बालू पर करें कार्रवाई, जो पैसा ले रहा वह समझे, किसी को ना छोड़े
- पार्वती टीचर्स ट्रेनिंग इंस्टीट्यूट में आर्ट आफ लिविंग का चार दिवसीय शिविर
- দামোদরে ডুবে মৃত্যু ধানবাদের তিন স্কুল পড়ুয়ার