কাজি নজরুল বিশ্ববিদ্যালয় ও জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগ, বিদ্রোহী কবির ৪৭ তম প্রয়াণ দিবস পালন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ “স্মরণে – বরণে – মননে নজরুল” ২০২৩ শীর্ষক এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মঙ্গলবার বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের ৪৭ তম প্রয়াণ দিবস পালন করা হলো পশ্চিম বর্ধমান জেলায়। আসানসোলের কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরে যৌথ উদ্যোগে এদিন এই অনুষ্ঠান হয় কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাগৃহে।














ছিলেন আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান বিধায়ক তাপস বন্দোপাধ্যায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দেবাশীষ বন্দোপাধ্যায় সহ অন্যান্যারা।
এদিনের অনুষ্ঠানে কবির স্মরণে সংগীত পরিবেশন করার পাশাপাশি অতিথিরা বর্তমান সমাজে কাজি নজরুল ইসলামের ভূমিকার অবদান তুলে ধরেন।
- अभिनव गिन्नी हाउस में लकी लक्ष्मी लकी ड्रॉ के विजेताओं को उपहार दिए गए
- স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে জেলা হাসপাতালে রোগীদের ফল বিলি আসানসোল রামকৃষ্ণ মিশনের
- বাংলাদেশীদের জাল ভারতীয় নথি তৈরীর অভিযোগ, সালানপুরে ধৃত যুবক
- बांग्लादेशियों का फर्जी सर्टिफिकेट बनाने के आरोप में युवक गिरफ्तार
- কয়লা শিল্প আবার চাঙ্গা দাবি সিএমডি – র


