কাজি নজরুল বিশ্ববিদ্যালয় ও জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগ, বিদ্রোহী কবির ৪৭ তম প্রয়াণ দিবস পালন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ “স্মরণে – বরণে – মননে নজরুল” ২০২৩ শীর্ষক এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মঙ্গলবার বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের ৪৭ তম প্রয়াণ দিবস পালন করা হলো পশ্চিম বর্ধমান জেলায়। আসানসোলের কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরে যৌথ উদ্যোগে এদিন এই অনুষ্ঠান হয় কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাগৃহে।




ছিলেন আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার চেয়ারম্যান বিধায়ক তাপস বন্দোপাধ্যায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দেবাশীষ বন্দোপাধ্যায় সহ অন্যান্যারা।
এদিনের অনুষ্ঠানে কবির স্মরণে সংগীত পরিবেশন করার পাশাপাশি অতিথিরা বর্তমান সমাজে কাজি নজরুল ইসলামের ভূমিকার অবদান তুলে ধরেন।
- আসানসোলে তৃনমুল কংগ্রেসের জেলা কার্যালয়ে ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস পালন
- Rotary Club ऑफ आसनसोल ग्रेटर ने डॉक्टर्स डे पर किया पौधारोपण
- ওভারলোড গাড়ি চলছে দিনরাত, মৃত্যুফাঁন্দ হয়ে উঠেছে রাস্তা, বিক্ষোভ
- SAIL ISP में युवा कांग्रेस का “हल्ला बोल”, टीएमसी का तंज
- কাজ শেষ হওয়ার পরও খনির নিচে কর্মীদের আটকে রাখার অভিযোগ ম্যানেজারের বিরুদ্ধে