বিদ্রোহী কবির প্রয়ান দিবস পালন পুরনিগমের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল পুরনিগমের তরফে মঙ্গলবার যথাযথ মর্যাদায় সঙ্গে পালন করা হয় বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের ৪৭ তম প্রয়াণ দিবস। এই উপলক্ষে এদিন সকালে আসানসোল শহরের জিটি রোডের পুরনো রামকৃষ্ণ মিশন মোড়ে কবি মূর্তির সামনে পুরনিগমের সংস্কৃতি দপ্তরের তরফে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।
সেই অনুষ্ঠানে আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ক্রীড়া ও সংস্কৃতি দপ্তরের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, দুই কাউন্সিলর মৌমিতা বিশ্বাস ও মহঃ হাসমাতুল্লা সহ অন্যান্যরা কবি মূর্তিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জানান।




- Asansol : वक्फ संशोधन कानून के खिलाफ प्रदर्शन, मुस्लिम संपत्तियों को हड़पने की साज़िश : कासमी
- জঙ্গি হামলার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের মোমবাতি মিছিল
- Asansol : श्री श्याम मंदिर में तीन संगठनों द्वारा रक्तदान शिविर
- আসানসোলে সংখ্যালঘু সংগঠনের প্রতিবাদ সভা, ওয়াকফ সংশোধিত আইনের বিরোধিতা, রাস্তা বন্ধ, চরম দুর্ভোগে সাধারণ মানুষ
- দুর্গাপুর মহকুমা হাসপাতালে উত্তেজনা প্রসূতি মৃত্যুতে, ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগ