বিদ্রোহী কবির প্রয়ান দিবস পালন পুরনিগমের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল পুরনিগমের তরফে মঙ্গলবার যথাযথ মর্যাদায় সঙ্গে পালন করা হয় বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের ৪৭ তম প্রয়াণ দিবস। এই উপলক্ষে এদিন সকালে আসানসোল শহরের জিটি রোডের পুরনো রামকৃষ্ণ মিশন মোড়ে কবি মূর্তির সামনে পুরনিগমের সংস্কৃতি দপ্তরের তরফে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।
সেই অনুষ্ঠানে আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ক্রীড়া ও সংস্কৃতি দপ্তরের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, দুই কাউন্সিলর মৌমিতা বিশ্বাস ও মহঃ হাসমাতুল্লা সহ অন্যান্যরা কবি মূর্তিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জানান।




- দুর্গাপুরে SRMB কারখানায় বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক, উত্তেজনা
- Mamata Banerjee की बड़ी घोषणा, Durgapuja अनुदान 1.10 लाख
- আসানসোলে সরকারি বাসে আমের পেটিতে জাল নোট সহ গ্রেফতার এক
- Asansol : Blinkit डॉर्क स्टोर का उद्घाटन, 10 मिनट के अंदर ऑर्डर डिलीवरी
- Asansol : आम की पेटी में 500 – 500 के जाली नोट, सरकारी बस से जब्त