জেলা হাসপাতালে রাখীবন্ধন উৎসব পালন চিকিৎসক সংগঠনের
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোল শিল্পাঞ্চল জুড়ে বুধবার রাখীবন্ধন উৎসব পালন করা হয়।
এদিন আসানসোল জেলা হাসপাতালে রাজ্যের অন্যতম চিকিৎসক সংগঠন প্রোগ্রেসিভ ডক্টর্স এ্যাসোসিয়েশনের আসানসোল শাখার এই উৎসব পালন করা হয়েছিলো। সংগঠনের সদস্য চিকিৎসকেরা জেলা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগী ও তাদের আত্মীয়দের হাতে রাখী পড়িয়ে দেন ও মিষ্টি বিতরণ করেন ।













উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের হাসপাতাল সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস, সংগঠনের তরফে ডাঃ গৌতম মন্ডল, ডাঃ শঙ্করী মাজি, ডাঃ সমীরণ দে, ডাঃ সুমন সরকার প্রমুখ।
- টাকার বিনিময়ে পুলিশে চাকরি দেওয়ার নামে ভুয়ো নিয়োগ চক্রের হদিশ, প্রশ্ন বিলির সময় পুলিশের হানা, গ্রেফতার ১০
- রাজ্য পুলিশ নিয়োগ পরীক্ষার আগে ঝাড়খণ্ডে অভিযান, ধৃত ২২, উদ্ধার এ্যাডমিট কার্ড সহ একাধিক নথি
- Asansol : अब तक की सबसे बड़ी साइबर ठगी, डॉक्टर से 15.83 करोड़ रुपये की लूट
- আসানসোলে এসআইআরের বিশেষ শিবির, পরিদর্শনে ডিএম ও এসডিও, বাড়লো সাতদিনের সময়
- তৃণমূল পঞ্চায়েতের সদস্যা নামে দুটি sir ফর্ম, বিতর্ক

