জেলা হাসপাতালের পরিকাঠামো ও পরিসেবা নিয়ে ক্ষোভ প্রকাশ বিধায়ক অগ্নিমিত্রা পালের সুপারের কাছে অভিযোগ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ আসানসোল জেলা হাসপাতালের পরিকাঠামো ও পরিসেবা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করলেন আসানসোল দক্ষিণ বিধান সভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।
বুধবার সকালে তিনি দলের এক কার্যকর্তার স্ত্রীর কন্যা সন্তানকে দেখতে আসানসোল জেলা হাসপাতালে আসেন। তিনি দলের বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে এমারজেন্সি বিভাগ থেকে গাইনকোলজি ওয়ার্ড সহ বেশ কিছু জায়গা ঘুরে দেখেন। বাইরে হাসপাতাল চত্বরে যেখানে সেখানে টোটো, অটো ও এ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে দেখেন তিনি। গাড়ি চালকদেরকে তা করতে মানা করেন। এরপর তিনি জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাসের সঙ্গে দেখা করেন। তাকে তিনি একাধিক বিষয়ে অভিযোগ জানান। বিজেপি বিধায়ক সুপারকে হাসপাতাল আরো ভালো করা ও পরিসেবা আরো উন্নত করার জন্য বলেন।














পরে অগ্নিমিত্রা পাল বলেন, জেলা হাসপাতালের পরিকাঠামো একদম নেই। অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলে দিয়েছেন সব কাজ হয়ে গেছে। জেলা হাসপাতালে রোগীরা পরিসেবা ঠিক মতো পাচ্ছেন। গাইনকোলজি ওয়ার্ডে ছোট বড় বেড়াল ঘুরে বেড়াচ্ছে। একটা বেডে দুই মা, তাদের দুই বাচ্চাকে নিয়ে আড়াআড়ি ভাবে শুয়ে আছেন। যেখানে সেখানে জল জমে। বলতে গেলে সব জায়গা অপরিষ্কার ও অপরিচ্ছন্ন। এখান থেকেই তো ডেঙ্গুর মতো রোগ ছড়াচ্ছে। তিনি আরো বলেন, খবর নিয়ে দেখলাম প্যাথোলজিকে সব টেস্ট হয়না। সব ওষুধ পাওয়া যায়না। এইসব চললে, গরীব লোকেরা যাবেন কোথায়? তাদের তো আর বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর মতো ক্ষমতা নেই।
তিনি বলেন, এই হাসপাতাল আমার বিধান সভা কেন্দ্রের মধ্যে পড়ে। সেই হিসাবে এর আমি অভিভাবক। রাজ্য সরকার ও শাসক দল আমাকে জেলা হাসপাতালের রোগী কল্যান সমিতিতে নাই রাখতে পারে। আমি সিএমওএইচের সঙ্গে দেখা করে সব বলবো। পাশাপাশি জেলা হাসপাতালের বেহাল অবস্থার কথা বিধান সভায় তুলবো। আজ সুপারকে বলে গেলাম। সাতদিন পরে আবার আসবো। দেখবো কি হয়েছে।
জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস বলেন, বিধায়ক অগ্নিমিত্রা পাল আমাকে অনেক অভিযোগ করেছেন। আমি যা বলার বলেছি।
- Asansol : 1.74 करोड़ के हाइड्रेन निर्माण कार्य का शिलान्यास
- আসানসোল পুরনিগম এলাকায় হাইড্রেন তৈরির কাজের শিলান্যাস
- কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর মন্তব্যে রাজনৈতিক তরজা, সমালোচনায় সরব তৃনমুল
- আসানসোলে সব পেয়েছির আসরের তিনদিনের শারীর শিক্ষণ শিবির
- Asansol नगर निगम के कार्यक्रम में कुर्सियां रहीं खाली, सोशल मीडिया पर भाजपा पार्षद के पोस्ट से मचा राजनीतिक विवाद

